Bankura News: ঘন সবুজে ঘেরা জঙ্গল, বর্ষায় অ‍্যাডভেঞ্চারে যেতে চান? কলকাতার কাছেই বাংলাতেই আছে সেরা জায়গা

Last Updated:

কান পাতলে শোনা যায় জঙ্গলের ফিসফিসানি। এখানে দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার এবং বাংলো।

+
বর্ষায়

বর্ষায় বাঁকুড়ার জঙ্গলমহল! না বলা এক রূপকথা

বাঁকুড়া: বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকা। জঙ্গলমহলের আদি বাসিন্দা রয়েছেন তাদের জীবনজীবিকার যথেষ্ট কঠিন। এখানকার আদিবাসী মানুষ কঠিন পরিশ্রমী এবং অধিকাংশই ‘দিন আনা দিন খাওয়া’। বাঁকুড়ার জঙ্গলমহলে ধীরে ধীরে উন্নতি হলেও, যেন শতাব্দী প্রাচীন সভ্যতার ছিটেফোঁটা আবিষ্কার করা যায় এই জায়গায়। বাঁকুড়ার জঙ্গলমহল অত্যন্ত সুন্দর।
সেই কারণেই বছরের পর বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের প্রিয় ঠিকানা পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে হল সুতান, বারো মাইল জঙ্গল।
advertisement
advertisement
বাঁকুড়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রানি বাঁধ। সেইখান থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তা ধরে বারো মাইলের জঙ্গল পেরিয়ে ১৩ কিলোমিটার গেলেই সুতান। এই জায়গায় সভ্য মানুষের যাতায়াত কম। কান পাতলে শোনা যায় জঙ্গলের ফিসফিসানি। এখানে দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার এবং বাংলো। জঙ্গল বেষ্টিত একটা ড্যাম।
সম্ভবত বাঁকুড়ার সবচেয়ে সুন্দর ড্যাম। নৌকোয় করে ঘুরলে তো ভুলেই যাবেন কোথায় পৌঁছে গেছেন। আর এই বর্ষার মরশুমে, ফাঁকায় ফাঁকায় যদি অ্যাডভেঞ্চার সারতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার এই ড্যামে।
advertisement
মানুষের ভিড় নেই বললেই চলে। দক্ষিণ বাঁকুড়ার একেবারে শেষ প্রান্ত। ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া ঝিলিমিলির প্রকৃতি আপনাকে শান্তি দেয়। গ্রীষ্মেও যেন ঝিলিমিলির বাতাস মিষ্টি।
advertisement
আর বর্ষায় তো কথাই নেই। বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলির দূরত্ব ৭০ কিলোমিটার, মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার। ঝিলিমিলি থেকে সোজা চলে আসতে হবে, রাইতারা গ্রাম। সেই গ্রামের পাশেই রয়েছে বিশাল একটি জঙ্গল বেষ্টিত জলাধার, নাম তালবেড়িয়া।
এছাড়াও জঙ্গলমহল মূলত যে মহকুমায় অবস্থিত সেটি হল খাতড়া মহকুমা। খাতরা মহকুমায় রয়েছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। সেই মুকুটমণিপুরে পেয়ে যাবেন মুসাফিরানা, ডিয়ার পার্ক।  মুকুটমণিপুরের অদূর এই অবস্থিত রয়েছে অম্বিকানগর রাজবাড়ি। সবমিলিয়ে বাঁকুড়ার জঙ্গলমহল এক দুর্দান্ত জায়গা। যেটা ভুলেও মিস করবেন না কিন্তু।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ঘন সবুজে ঘেরা জঙ্গল, বর্ষায় অ‍্যাডভেঞ্চারে যেতে চান? কলকাতার কাছেই বাংলাতেই আছে সেরা জায়গা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement