Urine: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? মুত্রের রং...এই কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান, শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Symptoms of Diabetes in Urine: শরীরের অন্দরে চলতে থাকা সমস্ত সমস্যার প্রতিফলন দেখা যায় শরীরের বাহ্যিক অঙ্গগুলিতে। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো চেনা সমস্যাগুলিও শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়।
advertisement
ত্বকের বিভিন্ন সমস‍্যা থেকে প্রস্রাব, মল, দেহের রেচন পদার্থে দেখা যায় শরীরের মধ‍্যে চলতে থাকা সমস‍্যার লক্ষণ। তেমনই ডায়াবেটির সমস‍্যার লক্ষণ দেখা যায় মানুষের মুত্রে। নিজের প্রস্রাবে কয়েকটি লক্ষণ দেখলে তখনই সতর্ক হয়ে যান, আপনার শরীরের অন্দরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিনে ৭-১০ বার থেকে বেশি প্রস্রাব করা টাইপ ১ বা টাইপ ২ ডায়বিটিজের সংকেত হতে পারে। National Health Service (NHS)-এর মতে, ডায়বিটিজের হালকা ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ ৩ লিটার থেকে গুরুতর ক্ষেত্রে প্রতি দিন ২০ লিটার পর্যন্ত হতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
