Urine: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? মুত্রের রং...এই কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান, শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ

Last Updated:
Symptoms of Diabetes in Urine: শরীরের অন্দরে চলতে থাকা সমস্ত সমস‍্যার প্রতিফলন দেখা যায় শরীরের বাহ‍্যিক অঙ্গগুলিতে। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো চেনা সমস‍্যাগুলিও শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়।
1/10
শরীরের অন্দরে চলতে থাকা সমস্ত সমস‍্যার প্রতিফলন দেখা যায় শরীরের বাহ‍্যিক অঙ্গগুলিতে। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো চেনা সমস‍্যাগুলিও শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়।

শরীরের অন্দরে চলতে থাকা সমস্ত সমস‍্যার প্রতিফলন দেখা যায় শরীরের বাহ‍্যিক অঙ্গগুলিতে। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো চেনা সমস‍্যাগুলিও শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়।
advertisement
2/10
ত্বকের বিভিন্ন সমস‍্যা থেকে প্রস্রাব, মল, দেহের রেচন পদার্থে দেখা যায় শরীরের মধ‍্যে চলতে থাকা সমস‍্যার লক্ষণ। তেমনই ডায়াবেটির সমস‍্যার লক্ষণ দেখা যায় মানুষের মুত্রে। নিজের প্রস্রাবে কয়েকটি লক্ষণ দেখলে তখনই সতর্ক হয়ে যান, আপনার শরীরের অন্দরে বাসা বেঁধেছে ডায়াবেটিস।
ত্বকের বিভিন্ন সমস‍্যা থেকে প্রস্রাব, মল, দেহের রেচন পদার্থে দেখা যায় শরীরের মধ‍্যে চলতে থাকা সমস‍্যার লক্ষণ। তেমনই ডায়াবেটির সমস‍্যার লক্ষণ দেখা যায় মানুষের মুত্রে। নিজের প্রস্রাবে কয়েকটি লক্ষণ দেখলে তখনই সতর্ক হয়ে যান, আপনার শরীরের অন্দরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। প্রতীকী ছবি ৷
advertisement
3/10
ডায়বিটোলজিস্ট ফতেহ সিং এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমকে দেওয়া তাঁর সাক্ষাত্‍কারে। পাশাপাশি NHS(National Health Service)-এর পক্ষ থেকেও বেশ কিছু প্রতিবেদনে এ বিষয়ে জানান হয়েছে।
ডায়বিটোলজিস্ট ফতেহ সিং এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমকে দেওয়া তাঁর সাক্ষাত্‍কারে। পাশাপাশি NHS(National Health Service)-এর পক্ষ থেকেও বেশ কিছু প্রতিবেদনে এ বিষয়ে জানান হয়েছে।
advertisement
4/10
রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। কিডনি-সহ পুরো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সংকেত। যত তাড়াতাড়ি সম্ভব এই লক্ষণগুলি চিহ্নিত করে চিকিৎসা নিলে, ডায়াবেটিসকে প্রাথমিক পর্যায়েই নিয়ন্ত্রণ করা যেতে পারে।
রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। কিডনি-সহ পুরো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সংকেত। যত তাড়াতাড়ি সম্ভব এই লক্ষণগুলি চিহ্নিত করে চিকিৎসা নিলে, ডায়াবেটিসকে প্রাথমিক পর্যায়েই নিয়ন্ত্রণ করা যেতে পারে।
advertisement
5/10
প্রস্রাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে কিডনি। কিডনি দেহে ছাঁকনির কাজ করে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে বাধাপ্রাপ্ত হয় কিডনীর রক্ত ছাঁকবার বা পরিস্রুত করার ক্ষমতা।
প্রস্রাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে কিডনি। কিডনি দেহে ছাঁকনির কাজ করে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে বাধাপ্রাপ্ত হয় কিডনীর রক্ত ছাঁকবার বা পরিস্রুত করার ক্ষমতা।
advertisement
6/10
ফলে বারবার প্রস্রাবের বেগ অনুভূত হয়। বিশেষ করে রাতে এই সমস্যা আরও বেশি হয়। যদি এমনভাবে বারবার প্রস্রাবের প্রয়োজন হয় তবে একবার শর্করা পরীক্ষা করানো উচিত। প্রস্রাব করার সময় জ্বালা অনুভব হতে পারে এবং প্রস্রাব করার সময় চাপ অনুভব হতে পারে।

ফলে বারবার প্রস্রাবের বেগ অনুভূত হয়। বিশেষ করে রাতে এই সমস্যা আরও বেশি হয়। যদি এমনভাবে বারবার প্রস্রাবের প্রয়োজন হয় তবে একবার শর্করা পরীক্ষা করানো উচিত। প্রস্রাব করার সময় জ্বালা অনুভব হতে পারে এবং প্রস্রাব করার সময় চাপ অনুভব হতে পারে।
advertisement
7/10
প্রস্রাবে ফেনা প্রস্রাবে ফেনা উচ্চ রক্ত শর্করার সংকেত। রক্তে অতিরিক্ত শর্করা, প্রোটিন প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। ফলে ফেনা দেখা যায়।

প্রস্রাবে ফেনা প্রস্রাবে ফেনা উচ্চ রক্ত শর্করার সংকেত। রক্তে অতিরিক্ত শর্করা, প্রোটিন প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। ফলে ফেনা দেখা যায়।
advertisement
8/10
 রঙের পরিবর্তন রক্ত শর্করার মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রঙও পরিবর্তিত হয়। সাধারণ সময়ের তুলনায় অনেক গাঢ় হয়ে যায়। সাধারণত প্রস্রাব স্বাভাবিক হলুদ রঙের হয়।
রঙের পরিবর্তন রক্ত শর্করার মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রঙও পরিবর্তিত হয়। সাধারণ সময়ের তুলনায় অনেক গাঢ় হয়ে যায়। সাধারণত প্রস্রাব স্বাভাবিক হলুদ রঙের হয়।
advertisement
9/10
এটি ডায়াবেটিস (Diabetes) থাকা ব্যক্তিদের মধ্যে গাঢ় হলুদ, হালকা বাদামী রঙের দেখা যায়। ডিহাইড্রেশন, গ্লুকোজের বৃদ্ধি কারণে এটি ঘটে। প্রস্রাব সঠিকভাবে ফিল্টার করতে কিডনি ব্যর্থ হচ্ছে এর সংকেত।
এটি ডায়াবেটিস (Diabetes) থাকা ব্যক্তিদের মধ্যে গাঢ় হলুদ, হালকা বাদামী রঙের দেখা যায়। ডিহাইড্রেশন, গ্লুকোজের বৃদ্ধি কারণে এটি ঘটে। প্রস্রাব সঠিকভাবে ফিল্টার করতে কিডনি ব্যর্থ হচ্ছে এর সংকেত।
advertisement
10/10
দিনে ৭-১০ বার থেকে বেশি প্রস্রাব করা টাইপ ১ বা টাইপ ২ ডায়বিটিজের সংকেত হতে পারে। National Health Service (NHS)-এর মতে, ডায়বিটিজের হালকা ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ ৩ লিটার থেকে গুরুতর ক্ষেত্রে প্রতি দিন ২০ লিটার পর্যন্ত হতে পারে।
দিনে ৭-১০ বার থেকে বেশি প্রস্রাব করা টাইপ ১ বা টাইপ ২ ডায়বিটিজের সংকেত হতে পারে। National Health Service (NHS)-এর মতে, ডায়বিটিজের হালকা ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ ৩ লিটার থেকে গুরুতর ক্ষেত্রে প্রতি দিন ২০ লিটার পর্যন্ত হতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement