Gold Price Prediction 2026: পরের বছর কত হবে সোনার দাম ? আরও বাড়বে না কমবে দাম ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Prediction: ২০২৬ সালে সোনার দাম কি বাড়বে না কমবে? ফেডের সুদের হার, কেন্দ্রীয় ব্যাঙ্কের চাহিদা এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে জেনে নিন সম্ভাব্য দাম।
গত কয়েকদিনে সোনার দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ চলতি বছরে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম ৷ যার জেরে সাধারণ মানুষের প্রায় নাগালের বাইরে চলে গিয়েছে সোনা ৷ ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ অনেকেই মনে করছেন যে আগামী দিনে আরও বেড়ে যেতে পারে সোনার দাম ৷ অবশ্যই অন্যদিকে বিনিয়োগকারীদের এর জেরে বিপুল লাভও হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
ফেডের ডিসেম্বর ১০ তারিখের নীতি সভায় অনেক গুরুত্বপূর্ণ তথ্যের অভাব থাকবে, কারণ পরবর্তী চাকরির রিপোর্ট ডিসেম্বর ১৬ পর্যন্ত বিলম্বিত হয়েছে। CME গ্রুপের FedWatch টুল অনুযায়ী, ট্রেডার্সরা এখন পরবর্তী মাসে সুদের হার কমার সম্ভাবনা প্রায় ৩৪ শতাংশ মনে করছেন, যা বুধবারের ৪৯ শতাংশ থেকে কমেছে।সোনার মতো মুনাফা না দেওয়া সম্পদ সাধারণত কম সুদের হার এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে ভাল ফলাফল দেখায়।
