Bengal News:এক সপ্তাহের মধ্যে একই পরিবারের ২ জনের মৃত্যু, ৩ জন অসুস্থ, আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে

Last Updated:
রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বা অন্য কোনও তরল নিঃসৃত হলে তা তৎক্ষণাৎ চোখে পড়বে এবং চিকিৎসায় সুবিধা হবে৷
রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বা অন্য কোনও তরল নিঃসৃত হলে তা তৎক্ষণাৎ চোখে পড়বে এবং চিকিৎসায় সুবিধা হবে৷
#বিষ্ণুপুর: এক সপ্তাহের মধ্যে একই পরিবারের দু'জনের মৃত্যু, তিনজন অসুস্থ, আতঙ্কে পশ্চিম মেদিনীপুর! কেশপুর থানার জামিরা গ্রামে ঘটনাটি ঘটেছে! জানা যায়, জামিরা গ্রামের বাসিন্দা রওশন আলির পরিবারে এক সপ্তাহের মধ্যে তাঁর দুই সন্তানের মৃত্যু হয় এবং স্ত্রী ও অপর দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত গত ১৭ ডিসেম্বর। সেদিন শেখ রওশন আলির ছোট ছেলের হঠাৎই বমি-পায়খানা শুরু হয়। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গত শনিবার। গত ২২ ডিসেম্বর রওশনের আরও এক ছেলে অসুস্থ হয়ে পড়ে, আগের ছেলের মতো তারও উপসর্গ ছিল বমি-পায়খানা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাড়িতেই তার মৃত্যু হয়। বমি-পায়খানায় অসুস্থ হয়ে পড়েন রওশন আলীর স্ত্রী, দুই মেয়েও। তিনজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এক মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রওশনের স্ত্রী ও আরেক মেয়ে। হাসপাতালে ভর্তি থাকা মেয়ের অবস্থাও খুব একটা ভাল নয় বলেই জানিয়েছেন রওশন আলি।
advertisement
advertisement
ইতিমধ্যেই রওশনের জামিরার বাড়িতে গিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ ভুবন চন্দ্র হাঁসদা। তবে কেন এই ধরনের ঘটনা ঘটল? এর পিছনে কারণ কি ? ধন্দ্বে স্বাস্থ্য দফতর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal News:এক সপ্তাহের মধ্যে একই পরিবারের ২ জনের মৃত্যু, ৩ জন অসুস্থ, আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement