Bengal Municipal Election 2022: টিকিটের আশায় নিজের স্ত্রীর ওয়ার্ডেই মনোনয়ন দাখিল করে বসলেন তৃণমূল নেতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বর্ধমান পৌরসভার ৫ নং ওয়ার্ডে নিজের স্ত্রীর বিরুদ্ধেই মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতা ইফতিকার আহম্মেদ ওরফে পাপ্পু
#বর্ধমান: শেষ মুহূর্তে প্রার্থী হওয়ায় আশায় নিজের স্ত্রীর ওয়ার্ডেই মনোনয়ন জমা দিলেন এক তৃণমূল নেতা (Bengal Municipal Election 2022)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ধমান শহরে। নেতার কীর্তি নিচু তলার কর্মী মহলে এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব (Bengal Municipal Election 2022)।
বর্ধমান পৌরসভার ৫ নং ওয়ার্ডে নিজের স্ত্রীর বিরুদ্ধেই মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতা ইফতিকার আহম্মেদ ওরফে পাপ্পু (Bengal Municipal Election 2022)। তৃণমূল কংগ্রেস বর্ধমান পুরসভার ৫ নং ওয়ার্ডে প্রার্থী করেছে ইফতিকার আহমেদের স্ত্রী শেফালী বেগমকে। সেই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন ইফতিকার আহমেদ। এই ঘটনা জানাজানি হতেই বর্ধমান জুড়ে শোরগোল পড়ে যায় (Bengal Municipal Election 2022)।
advertisement
advertisement
বর্ধমান রেল স্টেশন এলাকায় ইফতিকার আহমেদের ভাল প্রভাব রয়েছে। পুরভোটে জিতলে ভাল পদের দাবি রাখতে পারতেন তিনি। কিন্তু নবাগত শেফালি বেগম সেই মর্যাদা পাবেন না বুঝেই ইফতিকার নিজে লড়ার সিদ্ধান্ত নেন। সেই কারণেই তিনি তাঁর স্ত্রীর ওয়ার্ডে মনোনয়ন দাখিল করেন বলে মত দলের নেতা কর্মীদের একাংশের।
advertisement
যদিও ইফতিকারের দাবি, '' স্ত্রী মনোনয়ন জমা দেওয়ার পর পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সেভাবে প্রচারে বের হতে পারবেন না। তাই আমি ৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছি। দল সিম্বল না দিলে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেব।''
advertisement
বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে তৃণমূলের হয়ে ৪২টি মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে ইফতিকারও রয়েছন। এ ব্যাপারে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, সকলেরই আশা থাকে দলীয় টিকিটে প্রার্থী হিসাবে দাঁড়ানোর। তাই অনেকে শেষ মুহূর্তেও মনোনয়ন জমা দিয়েছিলেন। দল যাঁদের প্রতীক দেবে তাঁদের বাইরে যে ৫ জন আছেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।'' তিনি ইফতিকার আহমেদ মনোনয়ন দাখিল প্রসঙ্গে বলেন, ''ওঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় উনি মনোনয়ন দাখিল করেছিলেন। ভেবেছিলেন দল স্ত্রীর বদলে ওঁকে প্রার্থী করবে। কিন্তু দল ওঁর স্ত্রীকেই প্রার্থী করেছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Municipal Election 2022: টিকিটের আশায় নিজের স্ত্রীর ওয়ার্ডেই মনোনয়ন দাখিল করে বসলেন তৃণমূল নেতা