Durgapur: একদিকে জলাশয়ে ভাসছে মৃতদেহ, অন্যদিকে ঘরে ঝুলন্ত যুবক...চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কাঁকসার বনকাটি থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়
#দুর্গাপুর: কাঁকসার বনকাটি থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার কাঁকসার বনকাটি এলাকার একটি পুকুর থেকে ৪৮ বছর বয়সী বলাই মুর্মুর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত ব্যক্তি দীর্ঘ কয়েকদিন ধরে নিরুদ্দেশ ছিলেন।বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার জলাশয়ে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মৃতের ভাই পুকুরের পাড়ে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কী কারনে মৃত্যু? তদন্তে কাঁকসা থানার পুলিশ।
এদিন আরেকটি মৃতদেহ উদ্ধার হয় কাঁকসা এলাকায়। কাঁকসার গোপালপুর উত্তরপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম দীপরাজ গাইন, বয়স ২২বছর। বৃহস্পতিবার সকালে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পেশায় গাড়ি চালক দীপরাজের দেহ। পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক, তার জেরেই আত্মহত্যা বলে মনে করছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ! সত্যিই কি আত্মহত্যা? ঠিক কেন আত্মহননের পথ বেছে নিলেন যুবক? না কি খুনের ঘটনা? জোরকদমে চলছে পুলিশি তদন্ত।
advertisement
অন্যদিকে, এদিন একই পরিবারের দুই শিশুর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। ঘটনায় ওই পরিবারের আরও চারজন অসুস্থ হয়ে পড়েন। বর্ধমানের কাঞ্চন নগর রথতলা ভট্টাচার্য কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে এই মৃত্যু এবং অসুস্থ হওয়ার ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় জল্পনা তুঙ্গে। জেলা স্বাস্থ্য দফতরের গাড়ি চালক রবি ঘোষ। তাঁর দুই ছেলে রাহুল ঘোষ (৯), শুভঙ্কর ঘোষের (১২) মৃত্যু হয়েছে। অসুস্থ রবি ঘোষ, তাঁর মেয়ে শর্মিলা ঘোষ, তাঁর মা সন্ধ্যা ঘোষ, বোন শর্মিষ্ঠা মাঝি। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রবি ঘোষ বিপদ মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: একদিকে জলাশয়ে ভাসছে মৃতদেহ, অন্যদিকে ঘরে ঝুলন্ত যুবক...চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসায়