Royal Bengal Tiger Zeenat: বাঘিনি ধরতে কোটি টাকা খরচ বন দফতরের! জিনাতকে বন্দি করে অন্য নজির রাজ্যের

Last Updated:

Royal Bengal Tiger Zeenat: ওড়িশা, ঝাড়খন্ড নয়, বাঘিনি জিনাতকে সুস্থভাবে পাকড়াও করে নজির গড়েছেন পশ্চিমবঙ্গ বনকর্মীরা। কিন্তু মোটা অঙ্কের টাকা খসেছে বন দফতরের । জিনাতের হানায় মৃত ছাগলের মালিকদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

+
বাঘিনী

বাঘিনী জিনাত 

ঝাড়গ্রাম: বিশেষ কৌশল অবলম্বন করে দক্ষতার সঙ্গে বাঘিনী জিনাতকে পাকড়াও করে নজির গড়েছে বাংলার বন দফতর। উড়িষ্যার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে জিনাত পৌঁছে যায় ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে বেশ কিছু দিন থাকার পর জিনাত ঢুকে পড়ে বাংলার ঝাড়গ্রামে।
ঝাড়গ্রামের কটচুয়ার জঙ্গল থেকে শুরু করে কাঁকড়াঝোড়, ময়ূরঝর্না-সহ বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় দু’দিন কাটিয়ে জিনাত চলে যায় পুরুলিয়ায়। পুরুলিয়া থেকে জিনাত ঢুকে পড়ে বাঁকুড়ায়। ঝাড়গ্রাম জেলায় জিনাত ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়েছিল বন দফতর। সিমলিপাল টাইগার রিজার্ভের উপর ভরসা না করে সুন্দরবন থেকে বাঘিনীকে পাকড়াও করার জন্য নিয়ে আসা হয়েছিল অভিজ্ঞ বনকর্মীদের।
advertisement
advertisement
মুখ্য বনপাল, ডিএফও, এডিএফও, রেঞ্জ অফিসার, বিট অফিসার, বনকর্মী, হুলাপার্টি এবং সুন্দরবন থেকে আসা কর্মী মিলিয়ে মোট ১৭০ জনের মিলিত প্রচেষ্টায় বাঘিনি জিনাতকে ধরতে সক্ষম হয় বাংলা। পুরো জঙ্গল নেট দিয়ে ঘেরে জঙ্গলের চারিদিকে আগুন ধরিয়ে জেসিবি গাড়ির সাহায্যে রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় বাঁকুড়ার রানিবাঁধ এলাকার জঙ্গলে জিনাতকে ঘুমপাড়ানি গুলি করে জিনাতকে কাবু করে বনকর্মীরা। তারপর সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। বর্তমানে জিনাতের চিকিৎসা চলছে এবং সে যথেষ্ট সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ভরা পর্যটকের মরশুমে জঙ্গলমহলে জিনাত ঢুকে পড়ায় যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিল পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
প্রশাসন এবং বনদফতরের অতি সক্রিয়তার কারণে পর্যটন ব্যবসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “বাঘিনি জিনাতকে আমরা সুস্থভাবে ঘুমপাড়ানি গুলি করে ধরতে সক্ষম হয়েছি। বর্তমানে জিনাত সুস্থ রয়েছে আলিপুর চিড়িয়াখানায় তার চিকিৎসা চলছে। আমার বনদফতরের আধিকারিক থেকে শুরু করে কর্মীদের দিবারাত্রি অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য বলে আমি মনে করছি তাঁদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই”।
advertisement
জিনাতকে পাকড়াও করতে কত টাকা খরচ হল? সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জিনাতকে পাকড়াও করা হয়েছে। আমরা সকলেই খুবই ক্লান্ত। এখনও পর্যন্ত কোনও হিসাব হয়নি। তবে আনুমানিক প্রায় ৩৫ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে”। পুরুলিয়ায় জিনাতের হানায় বহু গ্রামবাসীর ছাগলের মৃত্যু হয়েছে। ছাগলের মালিকরা কি ক্ষতিপূরণ পাবে? সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দফতরে এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রাখা হয়েছে। যাঁদের ক্ষতি হয়েছে সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে”।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger Zeenat: বাঘিনি ধরতে কোটি টাকা খরচ বন দফতরের! জিনাতকে বন্দি করে অন্য নজির রাজ্যের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement