Chinmoy Krishna Das- Bangladesh: বাংলাদেশে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর ফোন কুণালকে! আজই ব্যারাকপুরে বৈঠক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Chinmoy Krishna Das- Bangladesh: বাংলাদেশে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ব্যারাকপুরে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।
ঢাকা: বাংলাদেশে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ব্যারাকপুরে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।
প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পরে দীর্ঘ সময় কেটে গিয়েছে বাংলাদেশে, বদলায়নি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে নিয়মিত বিদ্ধ হচ্ছে ইউনূস প্রশাসন। এর মধ্যেই গ্রেফতার করা হয় বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। এখনও জামিন পাননি চিন্ময়কৃষ্ণ দাস, আক্রমণের মুখে পড়েছে চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষও।
advertisement
advertisement
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের কাছে যাচ্ছেন কুণাল ঘোষ। ব্যারাকপুরে মঙ্গলবার রবীন্দ্রনাথ ঘোষের ছেলের বাড়িতে বৈঠক হতে চলেছে। তৃণমূল সূত্রে খবর, কুণাল ঘোষকে ফোন করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, তারপরেই দুজনের বৈঠকের কথা স্থির করা হয়।
advertisement
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি-সহ নানা ইস্যুতে কথা হতে পারে কুণাল এবং রবীন্দ্রনাথের। ইতিমধ্যেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল, এই বৈঠকের পর রাজ্যের শাসকদল, সংখ্যালঘু নির্যাতন নিয়ে আরও বেশি করে সোচ্চাকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2024 3:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chinmoy Krishna Das- Bangladesh: বাংলাদেশে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর ফোন কুণালকে! আজই ব্যারাকপুরে বৈঠক