Bengali News: এই মেলার উপর যেন কৃপা করেছেন মা লক্ষ্মী! কেন জানেন?

Last Updated:

আসানসোলের এই সবলা মেলা শিল্পী এবং বিক্রেতাদের মনে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। গত বছর এই মেলায় যে পরিমাণ বেচাকেনা হয়েছিল তাতে ভালই লাভ হয়েছিল বিক্রেতাদের

+
আসানসোলের

আসানসোলের সবলা মেলা।

পশ্চিম বর্ধমান: স্বনির্ভর গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপার্জন বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। সম্প্রতি দুর্গাপুরে প্রথমবারের জন্য আয়োজন করা হয়েছিল সৃষ্টি শ্রী মেলার। তারপরই আসানসোলে শুরু হয়েছে সবলা মেলা। যেখানে হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা। ঘর সাজানোর সামগ্রী থেকে খাদ্যদ্রব্য, হ্যান্ডমেড জামাকাপড় ইত্যাদি সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
আসানসোলের এই সবলা মেলা শিল্পী এবং বিক্রেতাদের মনে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। গত বছর এই মেলায় যে পরিমাণ বেচাকেনা হয়েছিল তাতে ভালই লাভ হয়েছিল বিক্রেতাদের। সবমিলিয়ে কয়েক দিনের সবলা মেলায় প্রায় ৩০ লক্ষ টাকার বিক্রি হয়েছিল গত বছরে। তাই এবছর সেই বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে আশা রয়েছে বিক্রেতাদের মনে।
advertisement
advertisement
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যে সমস্ত হস্তশিল্পের জিনিস তৈরি করেন সেগুলি বিক্রির জন্য নানারকম হাট এবং মেলার আয়োজন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এই সমস্ত মেলাগুলির ফলে যেমন সাধারণ মানুষ হস্তশিল্পের সামগ্রী খুব কাছে পেয়ে যাচ্ছেন, তেমনই যারা এই সমস্ত জিনিস তৈরি করছেন তাঁরা বিক্রি করার জন্য একটি মঞ্চ পাচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
স্বাভাবিকভাবেই এই ধরনের মেলার প্রতি আকর্ষণ রয়েছে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের। আসানসোলে শুরু হওয়া এই সবলা মেলা চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনে এসে জেলাশাসক সাধারণ মানুষকে এই মেলায় আসার জন্য আহ্বান জানিয়েছেন। আর্জি জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: এই মেলার উপর যেন কৃপা করেছেন মা লক্ষ্মী! কেন জানেন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement