Leopard Attack: শ্রমিকের পায়ে ইয়া থাবা! চা বাগানে আবার চিতাবাঘের আতঙ্ক
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার পরই ওই শ্রমিককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লতাবাড়ি চা বাগানে
আলিপুরদুয়ার: আবারও চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক চা শ্রমিক। সোমবার চুয়াপাড়া চা বাগানে কাজ করার সময় হঠাৎই এক শ্রমিকের পায়ে থাবা মেরে পালায় একটি চিতাবাঘ। এই ঘটনায় বলিরাম মাহালি নামে এক শ্রমিক যখন হন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চা বাগানে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার পরই ওই শ্রমিককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লতাবাড়ি চা বাগানে। তাঁর বাম পা গুরুতরভাবে জখম হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চুয়াপাড়া চা বাগানের বাকি শ্রমিকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আহত বলিরাম মাহালির বাড়ি কালচিনির ভাটপাড়া চা বাগানে। তবে তিনি চুয়াপাড়া চা বাগানে বিঘা শ্রমিকের কাজ করেন। এদিন সকালে রোজের মতই কাজে যান। বাগানে স্প্রেয়িংয়েরর কাজ করছিলেন। তখনই বাগানের ঝোপ থেকে একটি আওয়াজ পান। তবে সেদিকে নজর না দিয়ে নিজের কাজে মন দেন। আর সেই সুযোগেই ঝোপ থেকে বেরিয়ে এসে একটি চিতাবাঘ তাঁর পায়ে থাবা বসায়। আহত বলিরাম মাহালি জানিয়েছেন, সেই সময় হাতের সামনে একটি শক্তপোক্ত লাঠি ছিল তাই প্রাণে বেঁচে গিয়েছে। না হলে চিতাবাঘটি তাঁকে ক্ষতবিক্ষত করে দিতে পারত।
advertisement
এই ঘটনার পর চিতাবাঘটিকে ধরতে বন দফতরের কাছে বাগানে খাঁচা বসানোর আবেদন জানিয়েছেন শ্রমিকরা।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2024 6:21 PM IST










