Belpahari: যেন পাহাড়, ডুংরি, ঝর্নার ক্যানভাসে আঁকা ছবি! বর্ষায় উপভোগ করতে চলুন জঙ্গল ঘেরা বেলপাহাড়িতে

Last Updated:

Belpahari: ঘাঘরার সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে যেতে হবে ভরা বর্ষায়। অদ্ভূত পাথুরে ভূ-প্রকৃতি এই জায়গায়। এখানে রয়েছে একটি গিরিখাত। জলের তোড়ে পাথরের বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। 

+
ঘাঘরা

ঘাঘরা জলপ্রপাতের আউট লুক 

ঝাড়গ্রাম: বেলপাহাড়ির আনাচে-কানাচে শালের জঙ্গলের ভিতরে কোথাও রয়েছে জলাধার, কোথাও আবার প্রাগৈতিহাসিক গুহা। শীতের বেলপাহাড়ির এক রূপ। আর ঘন বর্ষায় আকাশ মেঘে ঢাকলে সেই বেলপাহাড়ি যেন আরেক রকম। গাছপালা ঘন সবুজ, শুকনো ঝর্ণা তখন জলে ভর্তি। বৃষ্টিতে জেগে ওঠে শান্ত জলপ্রপাত। জলের কলকল শব্দে কান পাতা দায় হয়ে দাঁড়ায়। খোলা প্রান্তর, সবুজ মাঠঘাট, শালের জঙ্গল ভুলিয়ে দেবে শহুরে ক্লান্তি। সপ্তাহান্তে সপরিবারে ঘুরে আসতে পারেন সেখান থেকে।
বেলপাহাড়ি যেন পাহাড়, ডুংরি, ঝর্ণার ক্যানভাসে আঁকা ছবি। ঝর্ণার জল, পাখির কলরবে পাহাড়-ডুংরির কোলে পড়ন্ত সূর্যের মায়াবী রূপ পর্যটকদের বারবার টানে।
আরও পড়ুন: ঝিরঝিরে বৃষ্টিতে জঙ্গলের রোমাঞ্চ, হঠাৎ-বাঘ-দেখতে-পাওয়া! সুযোগে ঢুঁ মারুন বেলপাহাড়িতে
বেলপাহাড়ি থেকে ৭ কিলোমিটার দূরে ঘাঘরার সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে যেতে হবে ভরা বর্ষায়। অদ্ভুত পাথুরে ভূ-প্রকৃতি এই জায়গায়। এখানে রয়েছে একটি গিরিখাত। জলের তোড়ে পাথরের বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে যখন প্রবল শব্দে জল বয়ে যায়, তখন সে রূপের আকর্ষণই আলাদা। উইকেন্ডে আপনি ঘুরে আসতেই পারেন এই জলপ্রপাতে।
advertisement
advertisement
তারাফেনী নদীর উপর রয়েছে এই ঘাঘরা জলপ্রপাত। সারা বছর তেমন একটা জল না থাকায় জলপ্রপাতটি সারা বছর শান্ত থাকে বললেই চলে। তখন কেবলমাত্র ঘাঘরা জলপ্রপাতে অপূর্ব এক নীল জলের আভা ফুটে ওঠে।
আরও পড়ুন: স্বপ্নের উড়ানের কাহিনি, গ্রুপ-ডি কর্মী থেকে ডব্লিউবিসিএস-এ সাফল্য জঙ্গলমহলের কবীন্দ্র হাঁসদার
বৃষ্টিতে তারাফেনী নদী জেগে ওঠায় জেগে উঠেছে ঘাঘরা জলপ্রপাতও। তাই একদিনের ছুটিতে পর্যটকদের কাছে সেরা ডেস্টিনেশন হতে পারে ঘাঘরা জলপ্রপাত। এখানে বেশ কিছু সিনেমার শুটিংও হয়েছে।
advertisement
আসবেন কিভাবে? সড়কপথে কলকাতা থেকে বেলপাহাড়ির দূরত্ব ২০০ কিলোমিটারের মতো। কলকাতা থেকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যেতে পারেন বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে। ঝাড়গ্রাম স্টেশনে এসে সেখান থেকেই গাড়ি ভাড়া করে বেলপাহাড়ি যেতে পারেন।
কলকাতা থেকেও বেলপাহাড়ির বাস পাওয়া যায়। বেলপাহাড়িতে একাধিক হোটেল, হোম স্টে রয়েছে সেখানে থাকতে পারেন। কলকাতা ট্রেনে ঝাড়গ্রাম। সেখান থেকে ৪০ কিমি বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি থেকে ৭ কিমি ঘাঘরা।
advertisement
তন্ময় নন্দী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belpahari: যেন পাহাড়, ডুংরি, ঝর্নার ক্যানভাসে আঁকা ছবি! বর্ষায় উপভোগ করতে চলুন জঙ্গল ঘেরা বেলপাহাড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement