Belpahari: ঝিরঝিরে বৃষ্টিতে জঙ্গলের রোমাঞ্চ, হঠাৎ-বাঘ-দেখতে-পাওয়া! সুযোগে ঢুঁ মারুন বেলপাহাড়িতে
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Belpahari: বর্ষায় সবুজের ছোঁয়ায় জেগে ওঠে প্রকৃতি, দৃষ্টিনন্দন প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকদের আনাগোনা বাড়ছে বেলপাহাড়ীতে। এই অঞ্চলেই রয়েছে এক নিঃশব্দ রত্ন— চিতি পাহাড়, যা এখনো অনেকের কাছেই অপরিচিত।
advertisement
advertisement
advertisement
দুশো মিটার উচ্চতা বিশিষ্ট এই পাহাড়ে উঠতে গেলে কিছুটা শারীরিক কসরত অবশ্যই রয়েছে। এবড়ো-খেবড়ো পাথুরে সর্পিল পথ, মাঝেমধ্যে বৃষ্টির ছোঁয়া আর রোদ্দুরের কিরণ—সব মিলে এক দুর্দান্ত অভিজ্ঞতা। চূড়ায় পৌঁছালে একদিকে ঠাকুরণ পাহাড়, অন্যদিকে ডুলুং ডিহা, জঙ্গল চৌকিশোল, কানাইসর, বীরডুংরি, খুদিমহুলি, শেরেং ডুংরির মতো বিস্ময় জাগানো পর্বতশ্রেণি ঘিরে ধরে। এই পাহাড়ে আগে নাকি চিতি সাপের দেখা মিলত, সোনা যায় সেখান থেকেই সম্ভবত ‘চিতি পাহাড়’ নামের উৎপত্তি।
advertisement
advertisement









