North 24 Parganas News: জাল ওষুধে ছেয়ে যাচ্ছে বাজার! নকল ওষুধ রুখতে অনন্য পদক্ষেপ বসিহারহাটের ব্যবসায়ীদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বসিরহাট টাউন হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কয়েকশো ওষুধ বিক্রেতাকে নকল ওষুধ সম্পর্কে সতর্ক করা হয়।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: সীমান্ত থেকে সুন্দরবনের মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে একজোট বসিরহাটের ব্যবসায়ীরা। সীমান্ত থেকে সুন্দরবনের মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে বদ্ধপরিকর বেঙ্গল কেমিস্ট্স অ্যান্ড ড্রাগিস্ট্স অ্যাসোসিয়েশন (বিসিডিএ)। বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে, বিভিন্ন নামিদামি কোম্পানির ওষুধ নকল করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। অভিযোগ, বহিরাগত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যে সমস্ত ওষুধ রিটেলাররা বেশি লাভের আশায় কিনছেন, সেখানেই ধরা পড়ছে এই জাল ওষুধ।
সরকারি ওষুধ পরীক্ষার ল্যাবগুলির টেস্টের মাধ্যমে একাধিক ওষুধকে ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত করা হয়েছে। তবে বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকায় যেভাবে নকল ওষুধ ছড়িয়ে পড়েছে, তাতে দুশ্চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট মহলে। প্রান্তিক এলাকার সাধারণ মানুষ জানেন না কিভাবে নকল ওষুধ চিহ্নিত করতে হয়। পাশাপাশি সঠিক ওষুধ কোথা থেকে কিনবেন, তা নিয়েও রয়েছে সংশয়। এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে বিসিডিএ-র বসিরহাট জোন। বসিরহাট টাউন হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কয়েকশো ওষুধ বিক্রেতাকে নকল ওষুধ সম্পর্কে সতর্ক করা হয়। এদিনের সভায় আলোচনা হয়, কোন উৎস থেকে ওষুধ সংগ্রহ করা উচিত এবং কাদের থেকে নয়। সভায় উপস্থিত ছিলেন বিসিডিএ-র রাজ্য সাংগঠনিক সম্পাদক দেবাশীষ গুহ, রাজ্য সম্পাদক পৃথ্বী বোস, বসিরহাট জোন সম্পাদক প্রকাশ দে সহ সংগঠনের বহু সদস্য। তারা জানান, বিগত দু’মাসে এই বিষয় নিয়ে ৫০টির বেশি সভা করা হয়েছে। সেখানে সমস্ত সদস্যদের নকল ওষুধ সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জাল ওষুধে ছেয়ে যাচ্ছে বাজার! নকল ওষুধ রুখতে অনন্য পদক্ষেপ বসিহারহাটের ব্যবসায়ীদের