Birbhum News: পেয়েছেন বহু খেতাব, পাড়ি দিয়েছেন ফ্রান্স,আমেরিকা,ওয়াশিংটন, এখন কেমন আছেন বীরভূমের বহুরূপী সুবল দাশ? পড়ুন

Last Updated:

বয়স এখন প্রায় ৮৩। এখন আর নিয়মিত বহরূপীর কাজ করেন না। তবে রাজ্য সরকারের তরফ থেকে ডাক পেলেই ছুটে যান। তাঁর ছেলে ও নাতিও এই পেশার সঙ্গে যুক্ত

+
বহুরূপী

বহুরূপী

বীরভূম: এক সময় বহুরূপী বললেই নাম উঠে আসত ‘ছিনাথ বহুরূপী’র নাম। কিন্তু বোলপুরের নানুরের কুলে গ্রামের সুবল দাস বৈরাগ্যও কম জনপ্রিয় নন। তার অভিনয় যেমন দেশ মাতিয়েছে, তেমনই বিদেশেও প্রশংসা অর্জন করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী সুবল দাস বৈরাগ্যর  অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন, তুলে দিয়েছিলেন পুরস্কার, দিয়েছিলেন একটি গোলাপ ফুলও!  প্রাক্তন প্রধানমন্ত্রীর থেকে পাওয়া সেই গোলাপ ফুল আজও সযত্নে আগলে রেখেছেন সুবল দাস।
বীরভূমের নানুর থানার অন্তর্গত কুলে গ্রাম। সেখানে গ্রামের ঢালাই রাস্তা দিয়ে সোজা নেমে গেলেই দেখা মেলে সুবল দাশের বাড়ির। তাঁর বয়স এখন প্রায় ৮৩। এখন আর নিয়মিত বহরূপীর কাজ করেন না। তবে রাজ্য সরকারের তরফ থেকে ডাক পেলেই ছুটে যান। তাঁর ছেলে ও নাতিও এই পেশার সঙ্গে যুক্ত।
সুবল দাশ জানান, বহরূপী হিসাবে তিনি প্রথম দুর্গা সেজেছিলেন। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ছিনাথ বহুরূপী’র গল্প পড়েছিলেন, তার পরেই ৪০ বছর বয়স থেকে এই পেশার সঙ্গে যুক্ত হন। প্রথমে তিনি যাত্রা করতেন। তার পর যাত্রা ছেড়ে বহুরূপীর পেশায় আসেন। নিজের উপার্জনে দুই মেয়ে এবং এক ছেলের বিয়েও দিয়েছেন তিনি। তিনি জানান, বিভিন্ন গ্রামে গিয়ে কখনও ১০ দিন কখনও ১৫ দিন করে থাকতেন। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তিনি মানুষের মন জয় করেছেন।
advertisement
advertisement
তিনি আরও জানান ফ্রান্স,আমেরিকা,ওয়াশিংটন-সহ বিভিন্ন দেশে বহুরূপী সেজে ঘুরে বেরিয়েছেন। পেয়েছেন নামীদামি মানুষের হাত থেকে পুরস্কার। তিনি বলেন, ” এই শিল্প ভবিষ্যতে আদৌ টিকে থাকবে কি না জানি না! তবে টিকে থাকলে খুব আনন্দ পাব। এই প্রজন্ম তো জানেই না বহুরূপী কারা।”
 সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পেয়েছেন বহু খেতাব, পাড়ি দিয়েছেন ফ্রান্স,আমেরিকা,ওয়াশিংটন, এখন কেমন আছেন বীরভূমের বহুরূপী সুবল দাশ? পড়ুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement