Howrah News: শীতের শেষে বাসন্তী পুজোয় মাতে গোটা গ্রাম! পুজোর কাহিনি অবাক করবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: হাওড়ার এই গ্রামে পালিত হয় বাসন্তী পুজো! মানুষের ভিড়ে ভরে যায় গোটা গ্রাম! জানুন অবাক করা কাহিনি
হাওড়া: শরৎ নয়, শীতের শেষে দুর্গার আরাধনায় মাতেন গ্রামের মানুষ। এই রীতি গ্রামে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে পালন করে আসছে মানুষ। কৃষি প্রধান হাওড়া আমতার কুরিট, বড়মহড়া, ছোট মহড়া সহ চার-পাঁচটি গ্রামের মানুষ অকালে বাসন্তী পুজোয় মেতে ওঠে। ৮ থেকে ৮০ বছর বয়সী মানুষ অপেক্ষায় থাকেন এই কয়েকটা দিনের। শরতের দুর্গা নয়, বসন্ত ষষ্ঠীতে দেবী দুর্গার বোধনে হয় গ্রামের প্রধান উৎসবের সূচনা। ষষ্ঠীর বেলতলা পুজো থেকে অষ্টমীর সন্ধ্যা পুজো, বিজয় দশমীতে সিঁদুর খেলা। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর একাদশীতে হয় প্রতিমা ভাসান।
বাসন্তী পুজোর সমস্ত নিয়ম-ই পুঙ্খানুপুঙ্খ পালন হয় এখানে। ৪ দশক পার হয়ে ৫ দশক ছুঁই ছুঁই। কুরিট গ্রামের অষ্টাদশভূজা দেবী দুর্গার আরাধনা। পুজোর সূচনা হয়েছিল সাধক বিশ্বনাথ চক্রবর্তীর নির্দেশ মেনে। তখন গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। চতুর্দিক চাষের জমি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি লেগে থাকত গ্রামে। কখনও অতিবৃষ্টি, আবার কখনও খড়ার কবলে পড়ে উজার হত ফসলের জমি। তখন গ্রামে কৃষক সম্প্রদায়ের মানুষ, চাষে ক্ষতির ফলে গ্রামের মানুষের দুর্দশা সীমা থাকত না। তাই কীভাবে এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেই পথ খোঁজ করছিলেন গ্রামের সকলে।
advertisement
advertisement
এমন সময় গ্রামের এক সাধকের পরামর্শে বাসন্তী পুজোর বোধন ঘটে। তারপরই শস্য শ্যামল হয়ে ওঠে গ্রাম। সেই থেকে গ্রামের মানুষ ভক্তি ও জাঁকজমক সহকারে দেবীর আরাধনায় মেতে ওঠে প্রতি বছর। পুজো উপলক্ষে আত্মীয়-স্বজন ভরে ওঠে গ্রাম। পুজোর কটা দিন গ্রামে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন দেবীর দর্শনে। বাঁশ-কাপড়ের তৈরি পুজো মণ্ডপে অষ্টাদশ ভুজা দেবী বিরাজ করেন। এই বাসন্তী পুজো উপলক্ষে গ্রাম আলোক মালার মোড়কে ঢেকে থাকে। বসন্ত ষষ্ঠীর দুর্গাপুজো হল গ্রামের প্রধান উৎসব। এ প্রসঙ্গে লক্ষীকান্ত কোলে জানান, সাধক বিশ্বনাথ চক্রবর্তীর পরামর্শে গ্রামের প্রবীণ মানুষদের হাত ধরে গ্রামের ফসল রক্ষায় বাসন্তী পুজোর সূচনা হয়েছিল গ্রামে সেই থেকে নিয়মনীতি মানে অষ্টাদশ ভূজা দেবী দুর্গার আরাধনা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শীতের শেষে বাসন্তী পুজোয় মাতে গোটা গ্রাম! পুজোর কাহিনি অবাক করবে
