নিয়ম মানা হচ্ছে না কিছুতেই! কেউ লাইন পার হচ্ছে, কেউ লেভেল ক্রসিং... শিয়ালদহ ডিভিশনে ফের সতর্কতা
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ফের যাত্রীদের লেভেল ক্রসিং বা রেললাইন পার হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাল রেল।
সোদপুর: বারবার বারণ করা সত্ত্বেও কিছুতেই যেন কাজ হচ্ছে না। ফের যাত্রীদের লেভেল ক্রসিং বা রেললাইন পার হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাল রেল।
মাঝেমধ্যেই লেভেল ক্রসিংয়ে কিংবা রেললাইনে দুর্ঘটনার খবর আসে৷ কিছুমাস আগে সোদপুরে ঘটে যাওয়া ঘটনা সকলের মনে আছে। লেভেল ক্রসিংয়ে নিয়ম মেনে দাঁড়িয়ে না থাকা গাড়িতে ট্রেনের ধাক্কা লাগে। আবার শিয়ালদহ দক্ষিণ শাখায় লাইন পেরোতে গিয়ে বাইক ফেলে চলে যায় ট্রেনের সামনে। শিয়ালদহ রেল এবার সমগ্র বিভাগেই নিরাপত্তা বাড়াতে চায়। দেখা যাচ্ছে অনেকেই লেভেল ক্রসিং ব্যবহার করছেন, যা বেশ ক্ষতিকারক। লেভেল ক্রসিংয়ে বারবার দুর্ঘটনার প্রধান কারণ হল মানুষের অসাবধানতা। বিশেষ করে গেটম্যান না থাকা বা গেট নামার পরও নীচ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। কিছু ক্ষেত্রে গেট বা সরঞ্জামের ত্রুটি এবং অসাবধানতাও দুর্ঘটনার জন্য দায়ী। অবৈধভাবে রেলপথ অতিক্রম করা দ্রুতগামী ট্রেনেরও ক্ষতি করতে পারে। ঘটনাগুলি রেলওয়ে অবকাঠামো এবং ব্যক্তিগত জিনিসপত্রের ব্যাপক ক্ষতি করতে পারে, পরিষেবা ব্যাহত করতে পারে এবং হাজার হাজার অন্যান্য যাত্রীকে প্রভাবিত করতে পারে।
advertisement
advertisement
ভারতীয় রেল আইনের অধীনে রেলপথে অবৈধভাবে প্রবেশ বা রেলপথ অতিক্রম করা কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা যাত্রীদের রেললাইন পারাপারের সময় শুধুমাত্র নিরাপদ এবং নির্ধারিত রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছেন, জোর দিয়ে বলেছেন যে সঠিক পথ অনুসরণ করার জন্য মূল্যবান জীবন বাঁচাতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 9:52 AM IST

