'সোনা'র ছেলে বারিন, বাংলার গর্ব, সমস্ত প্রতিকূলতা টোপকে জোড়া সোনা জয়, শুভেচ্ছা মন্ত্রী ভূঁইয়ার

Last Updated:

Barin Sau Wins Gold: 'সোনা'র ছেলে বারিন। জোড়া সোনা জিতে জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ন্যাশনাল মিটে সর্বভারতীয় ১৫০০ ও ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে দুটি স্বর্ণপদক জয় করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা বারিন সাউ।

সবং-সহ রাজ্যের গর্ব বারিন সাউ
সবং-সহ রাজ্যের গর্ব বারিন সাউ
সবং,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় সম্ভব। তাই সমস্ত রকম প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্তরে দৌড়ে সোনা জয় করেছেন সবংয়ের বারিন সাউ। জাতীয় স্তরে দুটি দৌড়েই সোনা জয় তাঁর। যুবকের কৃতিতে গর্বিত সবং-সহ গোটা রাজ্য। শুভেচ্ছা জানাতে এলাকাবাসী থেকে শুরু করে নেতা, মন্ত্রী সবাই ভিড় জমিয়েছেন বারিন সাউয়ের বাড়িতে। শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াও।
শুধু সবং নয়, বাংলার গর্ব বারিন সাউ। ‘সোনা’র ছেলে। জাতীয় দৌড় প্রতিযোগিতায় জোড়া সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ন্যাশনাল মিটে সর্বভারতীয় ১৫০০ ও ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে দুটি স্বর্ণপদক জয় করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা বারিন সাউ।
আরও পড়ুনঃ রাতে গাড়ি চালানোর সময় চোখে ঘুম, ব্যস! নিয়ন্ত্রণ হারিয়ে…! দুমড়ে মুচড়ে গাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণরক্ষা চালকের
কয়েকদিন আগেই গুজরাটের সুরাটে জাতীয় স্তরের ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। সেখানেই বারিন সাউ প্রথম হয়ে সোনা জিতে ফেরেন। সোনা জয় করে বাড়ি ফিরতেই গ্রামের মানুষজন, স্থানীয় ক্লাবের মানুষজন থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিনিধি পাঠিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিভিয়ে দেওয়া হয় গোটা গ্রামের আলো! ‘জয় মা কালী’ ধ্বনিতে মশালের আলোয়…! কাটোয়ার বোলতলা কালীর বিসর্জনে অলৌকিক অভিজ্ঞতা
এই চ্যালেঞ্জ খুব সহজ ছিল না বারিনের জন্য। ভোরবেলা সবংয়ের উত্তর বাঁশবনি গ্রামের রাস্তা বা কপালেশ্বরী নদীর বাঁধ ছিল তার প্রশিক্ষণের জায়গা। সেই জায়গা থেকে উঠে এসে আজ সবং তথা বাংলার নাম উজ্জ্বল করেছে বারিন সাউ। কড়া প্রশিক্ষণই তাঁকে এনে দিয়েছেন জাতীয় কৃতি। আগামীতে তার আরও বড় স্বপ্ন রয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারপরও অভিজ্ঞতার কথা জানালো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'সোনা'র ছেলে বারিন, বাংলার গর্ব, সমস্ত প্রতিকূলতা টোপকে জোড়া সোনা জয়, শুভেচ্ছা মন্ত্রী ভূঁইয়ার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement