Accident: রাতে গাড়ি চালানোর সময় চোখে ঘুম, ব্যস! নিয়ন্ত্রণ হারিয়ে...! দুমড়ে মুচড়ে গাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণরক্ষা চালকের

Last Updated:

Debra Car Accident: রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ করেই চালকের চোখে ঘুম চলে আসে। মুহুর্তের মধ্যেই সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা একটি খুঁটিতে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দলবতিপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

News18
News18
ডেবরা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: রাতেরবেলা গাড়ি চালাতে চালাতেই চালকের চোখে ঘুম। বড়সড় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলেন চালক। তবে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও আশ্চর্যজনকভাবে এ যাত্রায় বাঁচল গাড়ি চালকের প্রাণ।
রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ করেই চালকের চোখে ঘুম চলে আসে। মুহুর্তের মধ্যেই সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা একটি খুঁটিতে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দলবতিপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। চালকের পাশাপাশি প্রাণ যেতে পারত পথচারীদেরও। তবে দুর্ঘটনার জেরে গাড়িটির ক্ষতি হলেও প্রাণে বেঁচে গিয়েছেন চালকের আসনে থাকা ওই ব্যক্তি। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ গতি নিয়ন্ত্রণে উঁচু স্পিড ব্রেকার! যা যম হয়ে দাঁড়াল ইঞ্জিনভ্যান চালকের জীবনে, রাস্তায় পড়ে গড়াগড়ি…! মৃত্যু, সামশেরগঞ্জে চাঞ্চল্য
খুঁটিতে ধাক্কা লেগে গাড়ি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে ওই ব্যাক্তি নিজেই গাড়ি চালিয়ে খড়্গপুর থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় হঠাৎ করেই তার ঘুম চলে আসে। আর তারপরেই গাড়ি বেগতিক হয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা মারে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রাতে গাড়ি চালানোর সময় চোখে ঘুম, ব্যস! নিয়ন্ত্রণ হারিয়ে...! দুমড়ে মুচড়ে গাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণরক্ষা চালকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement