#বর্ধমান: মাত্র ছ'মাস আগের ঘটনা । রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন গত ৪ জানুয়ারি মাসে ভেঙে পড়েছিল দেড়শো বছরের পুরনো বর্ধমান স্টেশনের পোর্টিকো । সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ১ ব্যক্তির । ফের সেই ঘটনার পুনরাবৃত্তি । রবিবার এক নম্বর স্টেশনের অনুসন্ধান অফিসের সামনে বারান্দার চাঙড় খসে পড়ায় উত্তেজনা তৈরি হয়েছে বর্ধমান স্টেশনে। আহত হয়েছেন কেরলের এক পরিযায়ী শ্রমিক। জানুয়ারি মাসে যে পের্টিকো ভেঙে পড়ে, সেই পোর্টিকো সারাইয়েরই কাজ করছিল রেল। ফের সেই পোর্টিকোরই ফলস সিলিং ভেঙে পড়ে সামিরুল নামের ওই পরিযায়ী শ্রমিকের মাথায় । জখম হন ওই ব্যক্তি । তবে এই ঘটনা ঘটার পরেই বিষয়টি ধামাচাপা দিতে আসরে নামে রেল । রেলের বিরুদ্ধে অভিযোগ, ফলস সিলিং ভেঙে পড়ার খবর পৌঁছলেও প্রথমে বিশেষ গুরুত্ব দিতে রাজি হননি আধিকারিকরা। পূর্ব রেলের CPRO-র তরফে জানানো হয়, কেউ জখম হয়নি । জল লিক করে এই দুর্ঘটনা ঘটেছে । হাওড়া DRM-এর তরফে জানানো হয়, বড় দুর্ঘটনা ঘটেনি । ছোট অংশ ভেঙেছে । রেলের এই গাফিলতি এবং দায় এড়িয়ে যাওয়া মনোভাবে অসন্তোষ দানা বাঁধছে স্থানীয়দের মধ্যে । কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তির পরেও নির্বিকার রেল, সে প্রশ্ন উঠছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Bardhaman station, False ceiling