Purba Bardhaman News: হেমন্তের বর্ষণে ধান চাষের ব্যাপক ক্ষতি রাজ্যের শস্য ভাণ্ডারে

Last Updated:

ধান কাটার (Rice Cultivation) সময় অকাল বৃষ্টিতে (Huge Rainfall) মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কৃষকদের।

Rice cultivation is under threat as huge rainfall in Purba Bardhaman
Rice cultivation is under threat as huge rainfall in Purba Bardhaman
#বর্ধমান:  ধান কাটার (Rice Cultivation) সময় অকাল বৃষ্টিতে (Huge Rainfall) মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কৃষকদের। ধান ভিজে ঝরে যাচ্ছে, জল থেকে ছেঁকে তুলতে হচ্ছে, জলে ভিজে যাওয়ায় ধানের কল হয়ে যাবে বলে আশংকা কৃষকদের। জেলা জুড়ে শুরু হয়েছিলো ধান কাটার মরশুম।কৃষকরা মাঠের ধান ঘরে তোলার জন্য সবে যখন ধান কাটা শুরু করেছিলো ঠিক তখন অকাল বর্ষনে তাদের মাথায় হাত।জেলা জুড়ে অকাল বর্ষনে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারির ইছাপুর এলাকার কৃষক রাহুল চৌধুরী। ১০ বিঘা জমিতে ধান চাষ (Rice Cultivation) করেছিলেন।বেশ কিছু জমির ধানও কেটেছেন। কিন্তু সেই ধান ঘরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধ সাধল নিম্নচাপের বৃষ্টি (Huge Rainfall)। তাঁকে দেখা গেল জমি থেকে জলা জমা বের করতে।
advertisement
advertisement
যদি ধান কিছুটা হলেও বাঁচানো যায়।রাহুল বাবুর আশংকা, জমিতে ধান কাটা অবস্থায় পরে আছে।বৃষ্টিতে জমিতে জল জমে গেছে।কাটা ধানের শিষস জলের তলায় চলে গেছে। এখন ধান কতটা মিলবে ভেবে উঠতে পারছি না। তাঁর আশঙ্কা,বেশ কিছু ধান নষ্ট হয়ে যাবে। বাকি ধানেরও রঙ পরিবর্তন হয়ে যাবে।ফলে সঠিক বাজার মূল্যও পাওয়া যাবে না।
advertisement
মেমারির ব্রাহ্মনপাড়া এলাকার কৃষক সঞ্জিত পাল১৮ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ৭ বিঘা জমির ধান কাটা হয়েছিলো।অকাল বর্ষনে ৩ বিঘা জমির ধান জলের তলায় চলে গেছে।সঞ্জিতবাবুর আশঙ্কা তিন বিঘা জমির ধানের বেশীর ভাগ অংশই ক্ষতি হবে।এই পরিস্থিতিতে সরকার যেন পাশে দাঁড়ায়।
advertisement
পূর্ব বর্ধমানের গলসিতে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। ব্যাপক ধান চাষ হয় ভাতার, কেতুগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া, রায়না, খণ্ডঘোষ সহ জেলার বেশিরভাগ অংশেই। জেলার  ডেপুটি কৃষি অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় জানান,ধান কাটা হয়ে জমিতে ধান গাছ থাকলে,ধান যদি জল ও কাদার সঙ্গে থাকে সেগুলি ক্ষতির আশঙ্কা থাকছে। ক্ষতির পরিমাণ জানতে ব্লগগুলি থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: হেমন্তের বর্ষণে ধান চাষের ব্যাপক ক্ষতি রাজ্যের শস্য ভাণ্ডারে
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement