Ind vs NZ: প্রথম টি টোয়েন্টি জয়পুরে কি বৃষ্টির সম্ভবনা, জানুন ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) প্রথম টি টোয়েন্টি (T20) খেলা হবে আজ অর্থাৎ বুধবার৷ খেলা হবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে৷
#কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) প্রথম টি টোয়েন্টি (T20) খেলা হবে আজ অর্থাৎ বুধবার৷ খেলা হবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে৷ ভারত বনাম নিউজিল্যান্ড তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷ রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় ক্রিকেট (Cricket) দলের অধিনায়কত্ব করবেন৷ সেখান টিম সাউদি নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন৷ আসলে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন বলে টি টোয়েন্টি সিরিজে খেলবেন না৷ আজকের খেলা সন্ধ্যা সাতটায় জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলা হবে৷ এই ম্যাচে একেবারে অন্যরকমের একটা ভারতীয় দলকে দেখতে পাওয়া যাবে৷
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ -এ ভারতের অভিযান শেষ হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ তারপর সেই ব্যাটন গেছে রোহিত শর্মার কাছে৷ তিনি এই ম্যাচ থেকেই পুরোপুরি অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন৷ এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ খেলাবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷
advertisement
জয়পুরের আবহাওয়ার পূর্বাভাস
আজকের ওয়েদার আপডেটের কথা বলতে গেলে রাজস্থানের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে জয়পুরে বৃষ্টির সম্ভবনা বেশ কম৷ ম্যাচ সন্ধ্যাবেলায় খেলা হবে৷ সেখানে তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির মধ্যে থাকবে৷ সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস নেই৷ কিন্তু দ্বিতীয় ইনিংস বৃষ্টির সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
advertisement
দিল্লিতে দূষণের জেরে রাজস্থানকেও প্রভাবিত করছে৷ কিন্তু এর আগেই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল জানিয়েছেন এর জন্য খেলাতে কোনও প্রভাব পড়বে না৷ ম্যাচ যেমন যেমন এগোতে থাকবে স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে৷ এই পিচে হাই স্কোরিং ম্যাচ হবে এমন বলছে ওয়াকিবহাল মহল৷
advertisement
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকদিন পরেই শুরু হচ্ছে , তাই সিনিয়রদের অনেককেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে৷ এবার তাদের বাইরে যে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন-নতুন কোচ , নতুন অধিনায়কের তত্বাবধানে তাঁদের নিজেদের তুলে ধরার চ্যালেঞ্জ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2021 2:47 PM IST