এবার ICC-তে ‘দাদাগিরি’, কুম্বলকে সরিয়ে সেখানে সৌরভ

Last Updated:

রিপোর্ট অনুযায়ি বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইসিসি-র (ICC) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন৷

Sourav set to replace Kumble as technical committee chairman of icc- Photo- AFP
Sourav set to replace Kumble as technical committee chairman of icc- Photo- AFP
#কলকাতা:  রিপোর্ট অনুযায়ি বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইসিসি-র (ICC) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন৷ এই পোস্টটি আগে ছিল সৌরভের সতীর্থ অনিল কুম্বলের (Anil Kumble) আওতায়৷ ২০১২ সালে আইসিসি-র এই বড় দায়িত্ব পেয়েছিলে কুম্বলে (Anil Kumble), এবার সেই দায়িত্বের ব্যাটন আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)   হাতে ৷ কুম্বলে ক্লাইভ লয়েডের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন৷ ২০১২-র পর ২০১৬ সালে তিনি দ্বিতীয়বারের জন্য এই  দায়িত্ব পেয়েছিলেন৷
কুম্বলে (Anil Kumble) তৃতীয়বারও এই দায়িত্ব সামলেছিলেন ২০১৯ - এ পুর্ননির্বাচিত হয়ে৷ ৯ বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর এবার তিনি রাস্তা করে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)৷ রিপোর্ট অনুযায়ি সৌরভ অবজারভার থেকে প্রোমোশন পেয়ে একেবারে চেয়ারম্যান হতে চলেছেন৷ এই পদে থাকলে আইসিসি-তে (ICC) ক্রিকেটের নিয়ম -নীতি মেনে চলার বিষয়গুলি সৌরভকে দেখতে হবে৷
advertisement
advertisement
এর পাশাপাশি বিসিসিআইয়ের জন্য আরও সুখবরও এসেছে৷ আরও একটি ডেভালপমেন্ট অনুযায়ি ক্রিকেটের সর্বোচ্চ পরিচলন কমিটি বিসিসিআইয়ের সঙ্গে কর দায়িত্ব ভাগ করে নিতে চলেছে৷ সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া-য়  প্রকাশিত খবর সূত্রে যা জানা গেছে৷
advertisement
ভারতীয় বোর্ড ১০ শতাংশ কর ছাড় পেতে চাইছে কেন্দ্রের থেকে৷  আইসিসি ভারত সরকারকে কর দেবে৷  ভারত শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে 2026 T20 World Cup ,  একা 2029 Champions Trophy, বাংলাদেশের সঙ্গে যুগ্মভাবে 2031 ODI World Cup আয়োজন করবে৷
বিসিসিআই জানিয়েছে, ‘‘ সমস্ত ক্রিকেট বোর্ড নিজেদের সরকারের থেকে কর ছাড় পায়৷ কিন্তু বিসিসিআই আশা করে না কেন্দ্র সরকার তাদের জন্য নিজেদের নিয়ম নীতিতে পরিবর্তন আনবে৷ তাই সব সদস্যরা মনে করেছে আইসিসি একটু ক্ষতির ধাক্কা সামলানো উচিত৷ বিসিসিআই সবচেয়ে বেশি রাজস্ব দেয়, যখনই ভারতে কোনও ইভেন্ট আয়োজন করা হয়৷ বিসিসিআই -আইসিসি-র থেকে রেভিনিউ পুলে কোনওরকম কাট চাইছে না৷’’
advertisement
তিনটি বড় ইভেন্ট থেকে বিসিসিআই আশা করছে অন্তত ১৫০০ কোটি টাকা পেতে পারে৷ ভারতের ইতিমধ্যেই করোনা কালে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্ষতির ধাক্কা পেয়েছে প্রায় ৭৫০ কোটির৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার ICC-তে ‘দাদাগিরি’, কুম্বলকে সরিয়ে সেখানে সৌরভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement