West Bengal Weather Update: তৈরি ঘূর্ণাবর্ত, এক ঝটকায় ঠাণ্ডা, শীতের আমেজ জেলায়, জেলায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের ১২ ডিগ্রি নিচে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
ওয়েদার আপডেট (Weather Update) বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে।Courtesy- IMD/ Satellite Image
advertisement
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে (West Bengal Weather Update) শীতের খবর৷ কুড়ি ডিগ্রির নিচে নামল কলকাতার পারদ। ছয় দিন পর স্বাভাবিক এর নিচে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজ সকালে তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও সকালে হালকা উত্তরে হাওয়ায় শীতের (Winter) আমেজ ফিরল। শুক্রবার পর্যন্ত রাজ্যে হেমন্তের পরিবেশ।
advertisement
advertisement
আপাতত বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা কমবে। আগামী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের ১২ ডিগ্রি নিচে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
advertisement
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এর আগে স্বাভাবিক এর নিচে কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০ নভেম্বর। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সেটা বেড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯২ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।
advertisement