বাঁকুড়ার পর এবার বর্ধমান! কী ভয়াবহ ঘটনা বর্ধমানে! দুপুরের পর থেকেই অন্তত ৫ জনের মৃত্যু! কী হল জানেন?

Last Updated:

Bardhaman News: প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বর্ধমানের মাধবডিহি, রায়না, মঙ্গলকোট, আউশগ্রাম এলাকা থেকে মৃত্যুর খবর মিলেছে।

ফাইল ছবি
ফাইল ছবি
বর্ধমান: পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বর্ধমান জেলায় মৃত্যু হল ৫ জনের। আহত হলেন আরও জন। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বর্ধমানের মাধবডিহি, রায়না, মঙ্গলকোট, আউশগ্রাম এলাকা থেকে মৃত্যুর খবর মিলেছে।
advertisement
advertisement
১) সনাতন পাত্র (৬০)-মাধবডিহি থানার আলমপুরে জমিতে চাষ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়বাড়ি মাধবডিহি গ্রামে।
advertisement
২) অভিজিৎ সাঁতরা (২৫)-রায়না থানার তেণ্ডুলে বাড়ি। জমিতে চাষ করার সময় বাজ ড়ে মৃত্যু হয়
৩) বুড়ো মাড্ডি (৬৪)-মঙ্গলকোটের চানক গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুরে বাড়ি। জমিতে চাষ করার সময় বাজ ড়ে মারা যায়
advertisement
) পরিমল দাস (৩৫)-মাধবডিহি থানার শেরপুরে জমিতে চাষ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়বাড়ি খণ্ডঘোষ থানার মুইধারাতে
৫) রবীন টুডু (২৫)-আউগ্রাম থানার দিয়াশা হাটমারা মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়বাড়ি আউগ্রাম থানার বেলাড়ি তাঁতপুকুর এলাকায়
advertisement
এছাড়াও ভাতারের ভূমশোড় এলাকায় জমিতে চাষ করার সময় বাজ পরে আহত হয় চার জন এবং মাধবডিহি থানার শেরপুরে জমিতে চাষের কাজ করার সময় আহত হয় আরও এক জন।
এদিকে, বজ্রপাতের ঘটনায় বাঁকুড়া জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত ২ জন। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাসপাত্রসায়র থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন দু’জন
advertisement
আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিলই। সেই পুর্বাভাস মোতাবেক বৃহস্পতিবার দুপুরের পর বাঁকুড়ার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি নামে। তার পরেই আসতে থাকে একে একে মৃত্যুর খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ার পর এবার বর্ধমান! কী ভয়াবহ ঘটনা বর্ধমানে! দুপুরের পর থেকেই অন্তত ৫ জনের মৃত্যু! কী হল জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement