ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ায়! এক, দুই নয়, পরপর মৃত্যু ৫ জনের! স্বজন হারানোর কান্না দিকে-দিকে

Last Updated:

Bankura News: আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিলই। সেই পুর্বাভাস মোতাবেক বৃহস্পতিবার দুপুরের পর বাঁকুড়ার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে।

ফাইল ছবি
ফাইল ছবি
দেবব্রত মণ্ডল, বিষ্ণুপুর: পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়া জেলায় মৃত্যু হল ৫ জনের। আহত হলেন ২ জন। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাসপাত্রসায়র থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন দু’জন
advertisement
আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিলই। সেই পুর্বাভাস মোতাবেক বৃহস্পতিবার দুপুরের পর বাঁকুড়ার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। জেলার বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি নামে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে সেই বৃষ্টির মাঝেই মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন কোতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা। আচমকা বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় দুজনেই জমিতে লুটিয়ে পড়েন
advertisement
advertisement
অন্যান্যরা আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জিয়াউল হক মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। আহত আসপিয়া মোল্লাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওই হাসপাতালে। প্রবল বৃষ্টির মাঝে আচমকা বজ্রপাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাঁটাবন উদয় পল্লী স্কুল সংলগ্ন এলাকায় গুরুতর জখম হন জীবন ঘোষ নামের এক যুবক।
advertisement
আহত ওই যুবককে প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জয়পুর থানার খড়িকাশুলি গ্রামে উত্তম ভুইয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
advertisement
ওন্দাতেও এদিন বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনেরপুলিশ জানিয়েছে মৃতের নাম নারায়ণ সাওয়ারবাড়ি ওন্দা থানার কামারকাটা এলাকায়। এদিন দুপুরে বাজ পড়ে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন ইন্দাস থানার বাঙালচক এলাকায়পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ ইসমাইলঘটনায় আহত হয়েছেন বুলটি বাগদী নামের এক মহিলা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা বাঁকুড়ায়! এক, দুই নয়, পরপর মৃত্যু ৫ জনের! স্বজন হারানোর কান্না দিকে-দিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement