Maghi Purnima Vastu Eating Tips 2026: রাত পোহালেই মাঘী পূর্ণিমা! ভুলেও খাবেন না মুলো-সহ ৩ সবজি ও ২ ডাল! তছনছ সংসার! ছারখার জীবন ও স্বপ্ন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Maghi Purnima Vastu Eating Tips 2026:আয়ুর্বেদ ও কবিরাজ বিশ্বাস মতে এই আহারবিধি তৈরি করা হয়৷ পরবর্তীতে এর সঙ্গে মেশে জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় এতে শারীরিক সুস্থতা বিঘ্নিত হয়৷ অসুস্থতায় বাড়ে খরচ৷
advertisement
এই পুণ্যতিথিতে আহারবিধি আছে৷ একইসঙ্গে আছে পালনীয় আচরণবিধি৷ মনে করা হয় এই বিশেষ দিনে কিছু নিয়মনীতি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে৷ আয়ুর্বেদ ও কবিরাজ বিশ্বাস মতে এই আহারবিধি তৈরি করা হয়৷ পরবর্তীতে এর সঙ্গে মেশে জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় এতে শারীরিক সুস্থতা বিঘ্নিত হয়৷ অসুস্থতায় বাড়ে খরচ৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
advertisement
advertisement
advertisement









