advertisement

Pakistan in T20 World Cup 2026: টি২০ বিশ্বকাপের জরুরি ইভেন্ট বাতিল করল পিসিবি, পাকিস্তানের খেলা নিয়ে বিরাট মোড়! তবে কি...?

Last Updated:
Pakistan in T20 World Cup 2026: বাংলাদেশের পরে এবার অনিশ্চিত পাকিস্তান। কিছু দিন ধরেই পাকিস্তানও ধোঁয়াশা শুরু করেছিল, এবার নিজেদের জার্সি উন্মোচনের জন্য বিশেষ অনুষ্ঠান বাতিল করেছে মহসিন নকভির পিসিবি।
1/5
বাংলাদেশের পরে এবার অনিশ্চিত পাকিস্তান। কিছু দিন ধরেই পাকিস্তানও ধোঁয়াশা শুরু করেছিল, এবার নিজেদের জার্সি উন্মোচনের জন্য বিশেষ অনুষ্ঠান বাতিল করেছে মহসিন নকভির পিসিবি।
বাংলাদেশের পরে এবার অনিশ্চিত পাকিস্তান। কিছু দিন ধরেই পাকিস্তানও ধোঁয়াশা শুরু করেছিল, এবার নিজেদের জার্সি উন্মোচনের জন্য বিশেষ অনুষ্ঠান বাতিল করেছে মহসিন নকভির পিসিবি।
advertisement
2/5
NDTV-র মতে, এই জার্সি উন্মোচনের কথা ছিল রবিবার পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচে টসের পর, কিন্তু ‘অপরিহার্য পরিস্থিতি’র কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে রিপোর্টে বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণ পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা।
NDTV-র মতে, এই জার্সি উন্মোচনের কথা ছিল রবিবার পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচে টসের পর, কিন্তু ‘অপরিহার্য পরিস্থিতি’র কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে রিপোর্টে বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণ পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা।
advertisement
3/5
মনে করা হচ্ছে সোমবার (ফেব্রুয়ারি ২)-এ নিজেদের সিদ্ধান্ত জানাবে পিসিবি, অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ছয় দিন আগে। তার আগে পর্যন্ত পাকিস্তান, বিশ্বকাপের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ উল্লেখও করছে না।
মনে করা হচ্ছে সোমবার (ফেব্রুয়ারি ২)-এ নিজেদের সিদ্ধান্ত জানাবে পিসিবি, অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ছয় দিন আগে। তার আগে পর্যন্ত পাকিস্তান, বিশ্বকাপের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ উল্লেখও করছে না।
advertisement
4/5
Pakistan-এর International Cricket Council (ICC)-এর সঙ্গে সরাসরি কোনো সমস্যা নেই, অন্তত প্রকাশ্যে নয়। তবে PCB বলেছে তারা Bangladesh-এর সঙ্গে জোট বাঁধতে চায়। বাংলাদেশ ইতিমধ্যেই হঠাৎ করে ম্যাচ পিছোনোর দাবি জানিয়ে বিশ্বকাপ থেকে বাদ গিয়েছে।
Pakistan-এর International Cricket Council (ICC)-এর সঙ্গে সরাসরি কোনো সমস্যা নেই, অন্তত প্রকাশ্যে নয়। তবে PCB বলেছে তারা Bangladesh-এর সঙ্গে জোট বাঁধতে চায়। বাংলাদেশ ইতিমধ্যেই হঠাৎ করে ম্যাচ পিছোনোর দাবি জানিয়ে বিশ্বকাপ থেকে বাদ গিয়েছে।
advertisement
5/5
Pakistan-এর ম্যাচে এমন কোনও সমস্যা নেই, কারণ তাদের ম্যাচ Sri Lanka-তেই। এই পর্যায়ে বিশ্বকাপ বয়কট করলে Pakistan-এর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আর মামলা আসতে পারে, কারণ এতে member participation agreement-এর সরাসরি লঙ্ঘন হবে। Pakistan media-র রিপোর্ট অনুযায়ী, মহসিন নকভি, ICC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কিছু পরোক্ষ পদ্ধতি ভাবছেন, যেমন ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট (আর forfeiting) করা বা কিছু ম্যাচে কালো আর্মব্যান্ড পরা।
Pakistan-এর ম্যাচে এমন কোনও সমস্যা নেই, কারণ তাদের ম্যাচ Sri Lanka-তেই। এই পর্যায়ে বিশ্বকাপ বয়কট করলে Pakistan-এর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আর মামলা আসতে পারে, কারণ এতে member participation agreement-এর সরাসরি লঙ্ঘন হবে। Pakistan media-র রিপোর্ট অনুযায়ী, মহসিন নকভি, ICC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কিছু পরোক্ষ পদ্ধতি ভাবছেন, যেমন ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট (আর forfeiting) করা বা কিছু ম্যাচে কালো আর্মব্যান্ড পরা।
advertisement
advertisement
advertisement