Pakistan in T20 World Cup 2026: টি২০ বিশ্বকাপের জরুরি ইভেন্ট বাতিল করল পিসিবি, পাকিস্তানের খেলা নিয়ে বিরাট মোড়! তবে কি...?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pakistan in T20 World Cup 2026: বাংলাদেশের পরে এবার অনিশ্চিত পাকিস্তান। কিছু দিন ধরেই পাকিস্তানও ধোঁয়াশা শুরু করেছিল, এবার নিজেদের জার্সি উন্মোচনের জন্য বিশেষ অনুষ্ঠান বাতিল করেছে মহসিন নকভির পিসিবি।
advertisement
advertisement
advertisement
advertisement
Pakistan-এর ম্যাচে এমন কোনও সমস্যা নেই, কারণ তাদের ম্যাচ Sri Lanka-তেই। এই পর্যায়ে বিশ্বকাপ বয়কট করলে Pakistan-এর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আর মামলা আসতে পারে, কারণ এতে member participation agreement-এর সরাসরি লঙ্ঘন হবে। Pakistan media-র রিপোর্ট অনুযায়ী, মহসিন নকভি, ICC-র বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কিছু পরোক্ষ পদ্ধতি ভাবছেন, যেমন ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট (আর forfeiting) করা বা কিছু ম্যাচে কালো আর্মব্যান্ড পরা।






