জামালপুরে অভিযান পুলিশের, ট্রেকার আটকে কেটে ফেলা হল ছাদে ওঠার সিঁড়ি
- Reported by:Saradindu Ghosh
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কাটোয়ার দুর্ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে পুলিশ। জেলা জুড়েই পরিবহণের সঙ্গে যুক্ত গাড়িগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে
#বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে বিভিন্ন ট্রেকারের ছাদে ওঠার সিঁড়ি কাটল পুলিশ। সেই সঙ্গে বাস ও ট্রেকারের ফিটনেস খতিয়ে দেখা হয়। দেখা হয় ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র। কাটোয়ায় বাস দুর্ঘটনার পর জেলা জুড়েই বাস ও পরিবহণের সঙ্গে যুক্ত গাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেক বাস বা ট্রেকারের বেহাল অবস্থা। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অনেকে ট্রেকার চালাচ্ছেন। আবার অনেক ট্রেকারের ফিটনেস যথাযথ নয় বলে পুলিশের কাছে খবর আসছে।
কাটোয়ার দুর্ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে পুলিশ। জেলা জুড়েই পরিবহণের সঙ্গে যুক্ত গাড়িগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, '' চলাচলে অনুপযুক্ত গাড়িগুলিকে আলাদা করা গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। সেই লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে। '' মেমারি থেকে জামালপুর-সহ বিভিন্ন রুটে বাসের সংখ্যা খুবই কম। এই সব রুটে যাতায়াতের জন্য ট্রেকারই অন্যতম ভরসা। এর ফলে গাদাগাদি করে অনেককে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে যাতায়াত করে ট্রেকারগুলি। অনেকে ভিতরে জায়গা না পেয়ে ছাদে উঠে বসে। পাদানিতে দাঁড়িয়ে যাতায়াত করতে হয় অনেককে। ট্রেকার উলটে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে সবসময়ই। সেই দুর্ঘটনায় এড়াতেই এদিন জামালপুরে অভিযান চালায় পুলিশ। কয়েকটি ট্রেকারের ছাদে ওটার সিঁড়ি কেটে দেওয়া হয়।
advertisement
জেলার বাসিন্দারা বলছেন, এর আগেও বাসের ছাদে ওঠার সিড়ি কেটে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পুলিশ বা পরিবহণ দফতরের নজরদারি কমে যায়, তখন আবার বাসে ছাদে ওঠার সিঁড়ি তৈরি হয়ে যায়। এই নজরদারি যখন বাড়ে তখন দেখা যায় শহরে ঢোকার সময় পুলিশের চোখকে ফাঁকি দিতে বাসের ছাদের যাত্রীদের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়। বাসকর্মী ও চালকরা বলছেন, যাত্রীদের চাপেই বাসের ছাদে যাত্রী তুলতে হয়। অনেক সময় বাসের ছাদে বিভিন্ন পণ্য সামগ্রী তুলতে সিঁড়ি রাখতে হয়। অনেক যাত্রী আপত্তি সত্বেও বাসের ছাদে উঠে পড়ে। তাই এ'ব্যাপারে যাত্রীদেরও সচেতন হওয়া জরুরি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2023 7:54 PM IST










