মধ্যমগ্রামে পরিবেশ সচেতনতা মেলা শুরু হতেই বিতর্ক! উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে মেলার যৌক্তিকতা নিয়ে বড় প্রশ্ন খাড়া করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

Last Updated:

North 24 Parganas News: মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হয়েছে ২০'তম পরিবেশ সচেতনতা মেলা। যা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। এই মেলার যৌক্তিকতা নিয়েই বড় প্রশ্ন তুললেন বারাসাত সংসদ কাকলি ঘোষ দস্তিদার।

পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠান
পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠান
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: কুড়ি বছর ধরে মধ্যমগ্রামে পরিবেশ সচেতনতা মেলা হয়ে আসলেও, মেলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন খোদ সংসদ। কুড়ি বছরে কতটা সফল এই মেলা? বছর শেষে আনন্দ উৎসবের মাঝেই চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।
মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হয়েছে ২০’তম পরিবেশ সচেতনতা মেলা। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পরিবেশ রক্ষা, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে পরিবেশের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর এই মেলার আয়োজন করে মধ্যমগ্রাম পুরসভা। প্রতিবছরের মতো এ বছরও প্রায় ৫০টি স্টলে সুসজ্জিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। পরিবেশের বিভিন্ন উপাদান-গাছ, জল, মাটি, বায়ু সংরক্ষণ ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ে সাজানো হয়েছে স্টলগুলি।
advertisement
আরও পড়ুনঃ কুয়াশাচ্ছন্ন জঙ্গলে চোরা শিকারিদের উৎপাত! বন‍্যপ্রাণ বাঁচাতে জলদাপাড়া বন বিভাগের অভিযান, স্নিফার ডগ নামিয়ে তল্লাশি
মেলায় আগত সকল দর্শনার্থীদের বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ পরিবেশ রক্ষায় আরও বেশি করে অংশগ্রহণ করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি-সহ প্রশাসনিক কর্তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দোকান হোক কিংবা অনলাইন কেনাকাটায় ঠকে যাওয়া থেকে সাবধান! পড়ুয়াদের নিয়ে উপভোক্তা সংঘ গঠনে উদ্যোগী ক্রেতা সুরক্ষা দফতর
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বলেন, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বর্তমানে ফোনের মাধ্যমেও দেখা যায়। সেই সূচক লন্ডনে  শূন্য বা ১-এ, বার্লিনে ওয়ান বা টু। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার একিউআই ২০০ উপরে। আর সেটাই দিল্লিতে ৬০০ বা ৫০০। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিবেশ মেলাতে সফল হলে মধ্যমগ্রাম সংলগ্ন এলাকায় একশোর কাছাকাছি হতো, যা বর্তমানে ২০০ উপরে বলেই জানান সাংসদ। কারণ হিসেবে কাঁটা তেল ব্যবহার, দাহ্য পদার্থ খোলা জায়গায় জ্বালানো-সহ একাধিক বিষয়ও তুলে ধরেন এই চিকিৎসক সাংসদ। ফলে মানুষ সব সময় বিষ নিঃশ্বাস নিচ্ছে। এর জন্য প্রয়োজন সচেতনতা। তাই সচেতনতার উপরই জোর দেওয়ার কথা জানান তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে, যাতে পরিবেশ সচেতনতার পাশাপাশি বিনোদনের সুযোগও পান দর্শনার্থীরা। পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছে মধ্যমগ্রাম পুরসভা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মধ্যমগ্রামে পরিবেশ সচেতনতা মেলা শুরু হতেই বিতর্ক! উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে মেলার যৌক্তিকতা নিয়ে বড় প্রশ্ন খাড়া করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement