Alipurduar News: কুয়াশাচ্ছন্ন জঙ্গলে চোরা শিকারিদের উৎপাত! বন্যপ্রাণ বাঁচাতে জলদাপাড়া বন বিভাগের অভিযান, স্নিফার ডগ নামিয়ে তল্লাশি
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar News: শীতকালে কুয়াশাচ্ছন্ন জঙ্গলে চোরা শিকারিদের উৎপাত বাড়ে। তাদের কবল থেকে বন্যপ্রাণকে রক্ষা করতে চিলাপাতা রেঞ্জ এলাকায় স্নিফার ডগ নামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে জলদাপাড়া বন বিভাগ।
আলিপুরদুয়ার, অনন্যা দে: শীতের দাপট বেড়েছে উত্তরবঙ্গে। কুয়াশাচ্ছন্ন থাকছে জঙ্গল ও রাস্তাগুলি। এই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারে চোরা শিকারিরা। তাদের কবল থেকে বন্যপ্রাণকে রক্ষা করতে চিলাপাতা রেঞ্জ এলাকায় স্নিফার ডগ নামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বন দফতর।
জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের চিলাপাতা রেঞ্জের অন্তর্গত মেন্দাবাড়ি, সাতালি, নাকাডালা এলাকায় চলছে রুট মার্চ। বনকর্মী, বন আধিকারিকরা রয়েছেন এই মার্চে। পাশাপাশি চিলাপাতা-কোদালবস্তি রোডের চেক পোস্টগুলিতে বন্যপ্রাণী এবং বনজ পণ্যের অবৈধ পরিবহন পরীক্ষা করার জন্য নাকা চেকিং বসানো হয়েছে।
আরও পড়ুনঃ ভাগীরথীর ঠান্ডা জলে ঘণ্টার পর ঘণ্টা নিজেকে তৈরি করেছেন, পাখির চোখ ইংলিশ চ্যানেল! লক্ষ্যভেদের জন্য লড়ছেন সাঁতারু বিশ্বনাথ
জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত চিলাপাতা এলাকায় রয়েছে ঘন জঙ্গল। এই এলাকাতে রয়েছে সিসি লাইন। বন্য প্রাণীদের আনাগোনা এই এলাকায় বেশি। বন কর্মীদের রুট মার্চ চলছে প্রায় ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত। ডিভিশনের ডগ স্কোয়াড এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে রুটমার্চ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শহুর কবিদের জয়জয়কার, পুরস্কারের মালা! গ্রাম বাংলার লেখকরা সেই ব্রাত্যই! লিটল ম্যাগাজিন মেলা ঘিরে বিতর্ক
জলদাপাড়া বন বিভাগের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের আশেপাশে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হচ্ছে। বন-সীমান্ত গ্রামগুলিকে সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও অজানা বহিরাগতদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যারা এই অঞ্চলের বন্যপ্রাণীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই মহড়ায় পাঁচটি রেঞ্জ অংশগ্রহণ করে। চিলাপাতা, কোদালবস্তি, নীলপাড়া, মাদারিহাট এবং র্যাপিড রেসপন্স টিম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলদাপাড়ার এডিএফও নবীকান্ত ঝাঁ ফোনে জানিয়েছেন, “বন্যপ্রাণী শিকার বর্তমানে কম করা গিয়েছে। তবু সতর্ক আমরা। ঠান্ডার সুযোগ নিয়ে জঙ্গলে ঢুকে পড়তে পারে চোরাশিকারীরা। এই জন্যই তল্লাশি চালানো হচ্ছে।” জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগ এলাকার জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 25, 2025 2:35 PM IST









