Malda News: দোকান হোক কিংবা অনলাইন কেনাকাটায় ঠকে যাওয়া থেকে সাবধান! পড়ুয়াদের নিয়ে উপভোক্তা সংঘ গঠনে উদ্যোগী ক্রেতা সুরক্ষা দফতর
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda News: ক্রেতাদের সচেতন করতে পড়ুয়াদের নিয়ে বিশেষ উপভোক্তা সংঘ অর্থাৎ কনজিউমার ক্লাব গঠনে উদ্যোগী হল ক্রেতা সুরক্ষা দফতর। মালদহের গভার্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সচেতনতামূলক কর্মশালা।
মালদহ, জিএম মোমিন: বাজার হোক বা অনলাইন মাধ্যম আজও বিভিন্ন রকম পণ্য সামগ্রী কেনার ক্ষেত্রে দেখা দেয় একাধিক সমস্যা। কখনও কোন দোকানদার দ্বারা আবার কখনও অনলাইন মাধ্যম। কেনাকাটার সময় খাদ্য সামগ্রীর গুণগত মান, পণ্যের নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্য আদায় ইত্যাদি একাধিক ক্ষেত্রে ঠকে যান ক্রেতারা। তাই ক্রেতাদের বিশেষভাবে সচেতন করতে এবারে পড়ুয়াদের নিয়ে বিশেষ উপভোক্তা সংঘ অর্থাৎ কনজিউমার ক্লাব গঠনে উদ্যোগী হল ক্রেতা সুরক্ষা দফতর।
তারই অঙ্গ হিসেবে এদিন মালদহের গভার্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে আইটিআই-এর শতাধিক পড়ুয়াদের নিয়ে আলোচনা করেন ক্রেতা সুরক্ষা দফতর ও সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।
আরও পড়ুনঃ কুয়াশাচ্ছন্ন জঙ্গলে চোরা শিকারিদের উৎপাত! বন্যপ্রাণ বাঁচাতে জলদাপাড়া বন বিভাগের অভিযান, স্নিফার ডগ নামিয়ে তল্লাশি
মালদহ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তন্ময় সেনগুপ্ত জানান, “দোকান কিংবা অনলাইন মাধ্যমে পণ্য সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে কোনরকম বিষয়ে ঠকলে সংকটে পড়েন উপভোক্তারা। উপভোক্তারা যেন নিজেও শিক্ষিত হয়ে এটি এড়িয়ে যেতে পারেন। এবং আর্থিক প্রতারণা বা পণ্য সামগ্রী কেনার ক্ষেত্রে ঠকে যাওয়া থেকে বাঁচতে পারেন। সে বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে স্কুল থেকে কলেজের পড়ুয়াদের। পাশাপাশি পড়ুয়াদের নিয়ে উপভোক্তা সংঘ গঠন হবে যা পথ দেখাবে উপভোক্তাদের।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাংলায় ফুটবলের নতুন দিগন্ত হাওড়ার কেইউসিটি! প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একাডেমিতে সম্পূর্ণ নিখরচায় প্রশিক্ষণ
এক আইটিআই পড়ুয়া প্রিয়া রায় জানান, “বর্তমানে মোবাইলের মাধ্যমে কেনাকাটার প্রবণতা বেড়েছে। তবে অনেক সময় দেখা দিচ্ছে কোন জিনিস কেনার পর তা হয়ত খারাপ কিংবা ব্যবহারহীন। সে ক্ষেত্রে কী কী করনীয় তা বোঝানো হয়েছে। এবং টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে যেখানে উপভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে বাজারে ছেয়ে গিয়েছে কিউআর থেকে অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেন। বাজার কিংবা অনলাইন মাধ্যম পন্য সামগ্রিক কেনার ক্ষেত্রে দেখা দেয় আর্থিক থেকে পণ্য সামগ্রীতে প্রতারণা। তাই শিক্ষার মাধ্যমে উপভোক্তাদের সচেতন করার লক্ষ্য নিয়ে উপভোক্তা সংঘ গঠন হবে। যা আগামী প্রজন্মকে সচেতন করবে বলে অভিমত ক্রেতা সুরক্ষা আধিকারিকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 25, 2025 2:53 PM IST








