North 24 Parganas News: রাত ৩টে পর্যন্ত খোলা রইল বারাসত কোর্ট, বিচারকের উপস্থিতিতে হল বিচার! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

North 24 Parganas News: এই বিষয় নিয়ে বারাসত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসত কোর্ট এসিজিএম বিচারককে রাত জেগে থেকে এই মামলার শুনানি করতে হল।

বারাসাত আদালত
বারাসাত আদালত
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বারাসত জেলা আদালতের ইতিহাসে সম্ভবত এই প্রথম রাত তিনটে পর্যন্ত আদালত খোলা রেখে হল রায় দান। জানা গিয়েছে, ১২ই মার্চ ২০২৫ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে (চেক বাউন্স)এনআই অ্যাক্ট-এ গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আইনত ভাবে গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে কোর্টে পেশ করতে হয়। কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ ১৭ তারিখ তাঁকে পেশ করে।
আনার পর চার্জশিটে লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসত মেডিক্যাল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যার কারণে তাঁকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ। কিন্তু এ বিষয়ে কোর্টকে জানানোর নিয়ম থাকলেও তা করা হয়নি এ ক্ষেত্রে। ১৭ তারিখ প্রথমে তাঁকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং সেই কোর্ট থেকে মামলাটিকে স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে। রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি। দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ। অবশেষে রাত তিনটের সময় এসিজিএম বারাসত বিচারপতি এই মামলায় অভিযুক্তকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন।
advertisement
আরও পড়ুন : ‘এই’ টক দই খেলেই হু হু করে বাড়বে খারাপ কোলেস্টেরল! কীভাবে কোন দই খাবেন কোলেস্টেরল রোগীরা? জানুন
এই বিষয় নিয়ে বারাসত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসত কোর্ট এসিজিএম বিচারককে রাত জেগে থেকে এই মামলার শুনানি করতে হল। বারাসত আদালতের আইনজীবীদের আরও অভিযোগ, যদি মধ্যমগ্রাম থানা সঠিকভাবে মামলার তদন্ত করে সঠিক সময়ে আসামিকে কোর্টে আনত, তাহলে রাত তিনটে পর্যন্ত বারাসত কোর্ট খোলা রেখে বিচারককে থাকতে হত না। মধ্যমগ্রাম থানার গাফিলতিতেই মামলার রায়দান মধ্যরাতে করা হল বলেই অভিযোগ। বিষয়টি নিয়ে আগামী দিনে পুলিশ আধিকারিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বারাসত কোর্টের আইনজীবীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রাত ৩টে পর্যন্ত খোলা রইল বারাসত কোর্ট, বিচারকের উপস্থিতিতে হল বিচার! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement