North 24 Parganas News: বারাসাত মেডিক্যাল কলেজে অনুষ্ঠান ঘিরে বিতর্ক! বিরূপাক্ষ-অভীকের নামে পোস্টার নিয়ে প্রশ্ন

Last Updated:

North 24 Parganas News: মেডিক্যাল কলেজের গেটের বাইরে আর জি কর কাণ্ডে নাম জড়ানো বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে-র ছবি দিয়ে কলেজের মেইন গেটে 'দাদা ইজ ব্যাক' পোস্টার ঘিরেও উঠছে প্রশ্ন।

+
মেডিকেল

মেডিকেল কলেজে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তর ২৪ পরগনা: বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর এলাকায় চলা সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, অ্যাকাডেমিক বিল্ডিংয়ের সব দিকের দরজা বন্ধ করে ভিতরে অনুষ্ঠান করা হচ্ছে। যেখানে মিডিয়ার প্রবেশও নিষিদ্ধ রাখা হয়েছে। এদিন সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে নানা রংবেরঙের পোশাক পরেও দেখা যাচ্ছে মেডিক্যাল পড়ুয়াদের।
মেডিক্যাল কলেজের এক ছাত্র জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। যদিও মেডিক্যাল কলেজের গেটের বাইরে আর জি কর কাণ্ডে নাম জড়ানো বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দে-র ছবি দিয়ে কলেজের মেইন গেটে ‘দাদা ইজ ব্যাক’ পোস্টার ঘিরেও উঠছে প্রশ্ন।
advertisement
সব মিলিয়ে গোটা অনুষ্ঠান ঘিরে হাসপাতাল চত্বরেই যেন তৈরি হয়েছে রহস্য। কেন এইভাবে সরকারি প্রশাসনিক বৈঠকের আড়ালে সংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে হাসপাতাল চত্বরের মধ্যেই! যদিও গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এসেছে কর্তৃপক্ষ। কোনরকম প্রতিক্রিয়া দিতেও এড়িয়ে যাচ্ছেন তারা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বারাসাত মেডিক্যাল কলেজে অনুষ্ঠান ঘিরে বিতর্ক! বিরূপাক্ষ-অভীকের নামে পোস্টার নিয়ে প্রশ্ন
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement