শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী দেবী, একসময় চুরি হয়ে গিয়েছিল মূর্তি! 'সেরা পর্যটন গ্রামে'র এই পুজো সারাজীবন ভুলবেন না

Last Updated:

Baranagr Durga Puja : বড়নগরে রাজরাজেশ্বরী পুজো দেখে আসুন একদিনের ছুটিতে। দুর্গাপুজোর চারদিন ভক্ত সমাগমে মেতে ওঠে বড়নগরের রাজ রাজেশ্বরী মা দুর্গার মন্দির।

+
রাজ

রাজ রাজেশ্বরী মা দুর্গা 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাজবাড়ি ও জমিদার বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বড়নগরে রাজরাজেশ্বরী পুজো দেখে আসুন একদিনের ছুটিতে। দুর্গাপুজোর চারদিন ভক্তদের সমাগমে মেতে ওঠে অন্যতম পর্যটন কেন্দ্র বড়নগরের রাজ রাজেশ্বরী মা দুর্গার মন্দির।
৩০ বছর ধরে জিয়াগঞ্জ থানার মালখানায় পড়ে থাকার পর, মন্দিরের অছিপরিষদের তৎপরতায় আবার নবনির্মিত মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় মূর্তিটি। কয়েক বছর আগে মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আদতে ঐতিহ্যমণ্ডিত রাজরাজেশ্বরীর পুজো বহু বছরের প্রাচীন। কয়েকশো বছর আগে বড়নগর ছিল অবিভক্ত বাংলার অন্যতম বানিজ্যকেন্দ্র ও পর্যটনস্থল।
আরও পড়ুন : ধূপগুড়িতে ভয়াবহ সংঘর্ষ! স্টিয়ারিংয়ের সঙ্গে ঘণ্টাখানেক আটকে রইলেন চালক, তারপর যা ঘটল
প্রসঙ্গত, ইতিমধ্যেই গত এক বছর আগে দেশের সেরা পর্যটন গ্রাম তকমা পেয়েছে বড়নগর গ্রাম। তাছাড়াও, পুজো ও মেলাকে ঘিরে জিয়াগঞ্জ-আজিমগঞ্জের মৃত প্রায় পর্যটন শিল্পের উন্নতি ও প্রসার ঘটানোও আর একটি উদ্দেশ্য। তাই দুর্গাপুজোর ছুটিতে মুর্শিদাবাদে ঘুরতে গেলে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মন্দির থেকে। পুজোর পাশাপাশি ভোগের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
কথিত আছে, বছর তিরিশ আগে রাণী ভবানীর বড়নগরের বাড়ি লাগোয়া প্রায় পরিত্যক্ত মন্দির থেকে চুরি হয়ে যায় পিতলের তৈরি রাজরাজেশ্বরী মূর্তি। কিছু দিন পর পুলিশ মূর্তিটি উদ্ধার করলেও পুনঃপ্রতিষ্ঠার জন্য পুলিশের কাছ থেকে তখন ওই মূর্তি কেউ ফেরত নেননি। মন্দিরের দশা ক্রমে আরও খারাপ হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাণী ভবানীর বর্তমান বংশধর অশীতিপর বৃদ্ধা শুভশ্রী বাগচীর দান করা ৬ লক্ষ টাকায় কয়েক বছর আগে মন্দির সংস্কার করা হয়। আর সেই থেকেই আজও চলে আসছে এই মন্দিরে পুজো। নিত্যদিন চলে সেবা, ঠিক তেমনই ভোগের ব্যবস্থা করা হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী দেবী, একসময় চুরি হয়ে গিয়েছিল মূর্তি! 'সেরা পর্যটন গ্রামে'র এই পুজো সারাজীবন ভুলবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement