Fulpati Procession : সপ্তমীতে আলাদা আবেগ! চা-বলয়ে কেন ছুটির দাবি তুললেন গোর্খারা? রয়েছে চমকপ্রদ এক উৎসব

Last Updated:
Fulpati Procession : গোর্খা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ফুলপাতি শোভাযাত্রা। এই ফুলপাতি শোভাযাত্রার দিনে চা বাগানে ছুটি চাইছেন শ্রমিকরা রাজ্য সরকারের কাছে।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: গোর্খা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ফুলপাতি শোভাযাত্রা। এই ফুলপাতি শোভাযাত্রার দিনে চা বাগানে ছুটি চাইছেন শ্রমিকরা রাজ্য সরকারের কাছে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: গোর্খা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ফুলপাতি শোভাযাত্রা। এই ফুলপাতি শোভাযাত্রার দিনে রাজ্য সরকারের কাছে চা বাগানে ছুটি চাইছেন শ্রমিকরা।
advertisement
2/5
পাশাপাশি ফুলপাতি শোভাযাত্রার জন্য সরকারি অনুদান প্রদানের দাবি করেছেন ডুয়ার্সের গোর্খা সম্প্রদায়ের মানুষেরা। গোর্খা সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব এই ফুলপাতি শোভাযাত্রা। দূর্গা পুজোর সপ্তমীর দিন আয়োজিত হয় এই ফুলপাতি শোভাযাত্রা।
পাশাপাশি ফুলপাতি শোভাযাত্রার জন্য সরকারি অনুদান প্রদানের দাবি করেছেন ডুয়ার্সের গোর্খা সম্প্রদায়ের মানুষেরা। গোর্খা সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব এই ফুলপাতি শোভাযাত্রা। দূর্গা পুজোর সপ্তমীর দিন আয়োজিত হয় এই ফুলপাতি শোভাযাত্রা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
3/5
ডুয়ার্সের প্রতিটি এলাকায় বিশেষত চা বলয়ে আয়োজিত হয় এই উৎসব। কিন্তু ফুলপাতি শোভাযাত্রার জন্য চা বাগানে কর্মরত গোর্খা সম্প্রদায়ের মানুষদের ছুটি দেওয়া হয়না।যার জন্য একটি ক্ষোভ রয়েছে গোর্খা সম্প্রদায়ের মানুষদের মনে।
ডুয়ার্সের প্রতিটি এলাকায় বিশেষত চা বলয়ে আয়োজিত হয় এই উৎসব। কিন্তু ফুলপাতি শোভাযাত্রার জন্য চা বাগানে কর্মরত গোর্খা সম্প্রদায়ের মানুষদের ছুটি দেওয়া হয়না। যার জন্য একটি ক্ষোভ রয়েছে গোর্খা সম্প্রদায়ের মানুষদের মনে। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
4/5
দুর্গা পুজোর সপ্তমীর দিন গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন জনজাতির মানুষেরা তাঁদের সাংস্কৃতিক পোশাক পরে ফুলপাতি শোভাযাত্রায় অংশগ্রহণ করে। চলে সাংস্কৃতিক নাচ, গান।
দুর্গা পুজোর সপ্তমীর দিন গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন জনজাতির মানুষেরা তাঁদের সাংস্কৃতিক পোশাক পরে ফুলপাতি শোভাযাত্রায় অংশগ্রহণ করে। চলে সাংস্কৃতিক নাচ, গান। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
5/5
গোর্খা ইউথ সংগঠনের পক্ষ থেকে কিসমত প্রধান জানান,
গোর্খা ইউথ সংগঠনের পক্ষ থেকে কিসমত প্রধান জানান, " রাজ্য সরকার ডুয়ার্সবাসীর জন্য অনেক কিছুই করেছেন। তবে ফুলপাতি শোভাযাত্রা আমাদের আবেগ। এই দিন আমরা ছুটি চাইছি। আশা রাখি রাজ্য সরকার আমাদের কথা মেনে নেবেন। " (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
advertisement
advertisement