Road Accident : ধূপগুড়িতে ভয়াবহ সংঘর্ষ! স্টিয়ারিংয়ের সঙ্গে ঘণ্টাখানেক আটকে রইলেন চালক, তারপর যা ঘটল

Last Updated:

Road Accident : ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দুটি পণ্যবাহী লরি মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এক লরিচালক গুরুতর আহত অবস্থায় স্টিয়ারিংয়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন।

চালককে উদ্ধার করে আনা হয়েছে।
চালককে উদ্ধার করে আনা হয়েছে।
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী : ধূপগুড়িতে মুখোমুখি সংঘর্ষ দুটি লরির। স্টিয়ারিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আটকে রইলেন চালক। দমকল-পুলিশের এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার। বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দুটি পণ্যবাহী লরি মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এক লরিচালক গুরুতর আহত অবস্থায় স্টিয়ারিংয়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন। জানা গিয়েছে আহত চালকের নাম নুর ইসলাম। তিনি আসামের বাসিন্দা।
দুর্ঘটনার কারণে এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে গাড়ি চলাচল। অবশেষে দমকল, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত চালককে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি লরি।
advertisement
advertisement
সেই সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই লরির সামনে গিয়ে হঠাৎ সিমেন্ট বোঝাই লরিটির সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারানো লরিটি সরাসরি গিয়ে ধাক্কা খায় কাঠবোঝাই লরিতে। তাতেই চালক আটকে পড়েন গাড়ির ভেতরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী।
advertisement
স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় চালককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়। দুটি লরি রাস্তা থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident : ধূপগুড়িতে ভয়াবহ সংঘর্ষ! স্টিয়ারিংয়ের সঙ্গে ঘণ্টাখানেক আটকে রইলেন চালক, তারপর যা ঘটল
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement