Bankura News: কজ‌ওয়ে ঠিক করে দেয়নি কেউ, নিজেরাই বানালেন কাঠের সাঁকো! আর তাতেই নতুন আশঙ্কা প্রশাসনের

Last Updated:

Bankura News: প্রশাসনের তরফে কজ‌ওয়ে মেরামতের উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীরা নিজের উদ্যোগেই ভেঙে যাওয়া কজ‌ওয়ে ওপর তৈরি করলেন কাঠের সাঁকো।

+
কাঠের

কাঠের সাঁকো

বাঁকুড়া: সম্প্রতি নিম্নচাপের প্রভাবে অতি বৃষ্টির কারণে ভেঙে যায় বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের ধনকুড়া মোড় থেকে রাইপুর ব্লকের জানডাঙা মোড়ে যাতায়াতের রাস্তায় ভৈরববাঁকি নদীর উপরে থাকা কজওয়েটি। যাতায়াত বন্ধে সমস্যায় পড়া এলাকাবাসীর একাংশ দ্রুত কজওয়ে মেরামতের দাবি জানান। প্রশাসনের তরফে কজ‌ওয়ে মেরামতের উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীরা নিজের উদ্যোগেই ভেঙে যাওয়া কজ‌ওয়ে ওপর তৈরি করলেন কাঠের সাঁকো। ওই কাঠের সাঁকো তৈরির কাজ শুরু করেন রানিবাঁধের মদনকাটা, রাইপুরের পালি, কালুসাড় সহ আরও বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার রাইপুর ব্লকের পালি রামকৃষ্ণ আশ্রমের কাছে থাকা কজওয়েটি বছর ছয়েক বছর আগে তৈরি করা হয়েছিল ওই কজ‌ওয়ে। সম্প্রতি অতিবৃষ্টিতে নদীতে অতিরিক্ত জলের চাপে ভেঙে যায় সেটি। ওই রাস্তায় যাতায়াত রয়েছে রানিবাঁধ ব্লকের চালকিগড়া, মদনকাটা ও রাইপুর ব্লকের সর, পালি-সহ অন্তত ১০-১২টি গ্রামের মানুষের। ওই পথ দিয়েই রাইপুর ব্লক সদর, মটগোদা বাজার ও রানিবাঁধ ব্লক সদর-সহ বারিকুলেও যাতায়াত করেন অনেকে। কজওয়ে ভেঙে যাওয়ায় তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে কজওয়ের কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে সাইকেল নিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছিলেন অনেকে। এবার কাঠের সাঁকো তৈরি হওয়ায় টোটো, ইঞ্জিন ভ্যান, বাইক, সাইকেল স্বচ্ছন্দে চলাচল করছে বলে দাবি বাসিন্দাদের।
advertisement
advertisement
রাইপুরের কালুসাড় গ্রামের বাসিন্দা ভুবন সিং সর্দার, বিদ্যুৎ সিং সর্দারেরা বলেন, “ওই কজওয়ে দিয়েই সরবাজার, জানডাঙা মোড় হয়ে মটগোদা, রাইপুর হাসপাতাল যাতায়াত করতে হয়। তা ভেঙে যাওয়ায় অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছিল। প্রশাসনের তরফে কজ‌ওয়ে মেরামতের আশ্বাস না মেলায় বাধ্য হয়ে কাঠের সাঁকো তৈরির সিদ্ধান্ত নিই। তারপরে বাইক, সাইকেল চলাচল করছে”। পালি গ্রামের মহাদেব দাস চক্রবর্তী, ধ্রুব সিং সর্দারদেরও দাবি, কজওয়ে ভেঙে যাওয়ায় কোন‌ গাড়ি চলাচল করছিল না। ঘুরে অনেকটা পথ অতিক্রম করে রানিবাঁধ, খাতড়া মহকুমা সদরে যেতে সময় ও অর্থ, দুইই বেশি খরচ হচ্ছিল। তাই গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য নিয়ে নিজেরাই কাঠের সাঁকো তৈরি করেছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমস্যা মেনে বিডিও (রাইপুর) উদয়নারায়ণ দে জানান, “বাসিন্দারা অস্থায়ী কাঠের সাঁকো তৈরি করেছেন শুনেছি। ওই কজওয়ে সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে। তবে চেষ্টা করা হচ্ছে দ্রুত সংস্কারের কাজ শুরু করার।” বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি জানান, ওই কাঠের সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করলে যে কোন সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সংস্কার না হওয়া পর্যন্ত ঘুর পথেই বাসিন্দারা যাতায়াত করলে ভাল হয়। স্থানীয় পঞ্চায়েতকে সম্পূর্ণ বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: কজ‌ওয়ে ঠিক করে দেয়নি কেউ, নিজেরাই বানালেন কাঠের সাঁকো! আর তাতেই নতুন আশঙ্কা প্রশাসনের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement