Bankura News: বড় বিদ্যালয়েও এমন হয় না! যা করে দেখাল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের বালিকা বিদ্যালয়
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
কন্যাশ্রীরা নিজেদের হাতেই তুলে নিয়েছেন উদ্যোগ। ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শের মধ্যে পার্থক্য বোঝাতে তারা পৌছে গেছে গ্রামে।
বাঁকুড়া: মোটরসাইকেল থেকে পিঠে হাত দিয়ে পালাল! দোকানে বয়স্ক দাদু হাত ধরে টানল। এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে বাঁকুড়ার প্রত্যন্ত বিদ্যালয়ের কন্যাশ্রীরা নেমে পড়লেন গ্রামেগঞ্জের মাঠে ঘাটে। বিদ্যালয়ের কন্যাশ্রীরা যাচ্ছে দোরগোড়ায়! বাড়িতে বাড়িতে যাচ্ছে তারা, সেখানে গিয়ে করছে সচেতনতা।
এমনটাই দেখা যাচ্ছে বাঁকুড়ার একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের করতে। বাঁকুড়ার নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের কন্যাশ্রীরা সারা বছর, নারী সুরক্ষা, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা, গুড টাচ ব্যাড টাচ নিয়ে বহু কাজ করে থাকে। প্রত্যন্ত একটা বিদ্যালয়! এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রীরা এই বিদ্যালয়ের উপর নির্ভর করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী কুন্ডু জানান, সাম্প্রতিক কন্যাশ্রীরা নিজেদের হাতেই তুলে নিয়েছেন উদ্যোগ। ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শের মধ্যে পার্থক্য বোঝাতে তারা পৌছে গেছে গ্রামে।
advertisement
আরও পড়ুন: ২ ঘণ্টা কম সময়েই হাওড়া! বাঁকুড়ার কপালে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন! দেখে নিন টাইমটেবিল
advertisement
প্রায় ১২ থেকে ১৪ জন কন্যাশ্রী সঙ্গে বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা মিলে, বাড়িতে বাড়িতে গিয়ে করছেন প্রচার। যা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করেছে গোটা জেলার। এমন কাজ করতে দেখা যায় না জেলার বড় বড় বালিকা বিদ্যালয়গুলিতে। মাঠে ঘাটে গ্রামেগঞ্জে পৌঁছে গিয়ে নিজেদের হাতেই নিজেদের সচেতনতার দায়িত্ব তুলে নিল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়েরা। ফিজিক্যাল ফিটনেস, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা, আপৎকালীন শিক্ষা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সবকিছুর গুরুত্ব বুঝে বিভিন্ন ধরনের ওয়ার্কশপের আয়োজন করে থাকে এই বালিকা উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় তার ওয়ার্কশপ করা হয়। করা হয় নারী সুরক্ষা এবং বয়সন্ধিকালের মেয়েদের বিনামূল্যে শারীরিক চিকিৎসা এবং চক্ষু পরীক্ষা। সাম্প্রতিক নতুন চমক গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা, যা অবশ্যই এক দৃষ্টান্ত স্থাপন করে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বড় বিদ্যালয়েও এমন হয় না! যা করে দেখাল বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের বালিকা বিদ্যালয়









