Indian Railways: ২ ঘণ্টা কম সময়েই হাওড়া! বাঁকুড়ার কপালে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন! দেখে নিন টাইমটেবিল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Indian Railways: বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া, শনিবার রথযাত্রার পরের দিনই মসাগ্রাম হয়ে ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা শুরু।
বাঁকুড়া: দু’ঘণ্টা কম সময়েই এবার বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া, শনিবার, রথযাত্রার পরের দিনই মসাগ্রাম হয়ে ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা (Bankura-Howrah Via Masagram Train) চালু হচ্ছে। এই বিষয়ে বৃহস্পতিবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানান, পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেসটির চালু হবে শনিবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে সাঁতরাগাছিতে উদ্বোধনের পরই চালু হবে। ট্রেনটি ছাড়বে ১১:১৫ মিনিটে পুরুলিয়া থেকে।
বাঁকুড়ার মানুষ উপকৃত হবেন! বৃহস্পতিবার পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটির উদ্বোধনের দিন ঘোষণা করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানান, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মানুষের আস্থায় বজায় রাখতে বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ হচ্ছে বাঁকুড়ার। এই ট্রেনের হাত ধরে উপকৃত হবেন বাঁকুড়ার নিম্নভূমির অর্থাৎ ইন্দাস এবং সোনামুখীর এক বড় অংশের মানুষ। পুরুলিয়া থেকে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের (ভায়া বাঁকুড়া) উদ্বোধনের দিন স্থানীয় বাসিন্দাদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন সৌমিত্র খাঁ।
advertisement
আরও পড়ুন: স্কুল তো নয় যেন পুষ্টির খনি! রোজ রোজ মহাভোজ! বাঁকুড়ার এই স্কুলের এখন প্রশংসায় পঞ্চমুখ সব্বাই
advertisement
বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া যাওয়ার ট্রেন চালু হলে আরও কম খরচে মানুষ কলকাতা পৌঁছতে পারবেন। এর ফলে উপকৃত হবেন সমগ্র দক্ষিণ দামোদরবাসী। দক্ষিণ দামোদর এলাকার ছাত্র-ছাত্রীদের তখন বর্ধমান শহরে পড়াশোনা করতে যেতে ১০০ থেকে ১৫০ টাকা প্রতিদিন খরচ করতে হবে না। সেখানে এর থেকে অনেক কম খরচে হাওড়া হয়ে ছাত্র-ছাত্রীরা কলকাতা পৌঁছে যেতে পারবে। মোট কথা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য সহ আর্থসামাজিক দিক থেকে এই এলাকার প্রভূত উন্নয়ন ঘটবে বলেই ধারণা সাধারণ মানুষের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া থেকে হাওড়া সরাসরি যাওয়া যাবে মসাগ্রামের উপর দিয়ে কর্ড লাইন দিয়ে। মসাগ্রামে মিশছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথ। বাঁকুড়া-দামোদর রিভার রেলওয়ে যেটা বর্তমানে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত চলে, এবার সেই ট্রেন লাইন সরাসরি সংযুক্ত হয়েছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সঙ্গে। এর ফলে যাত্রীদের যেমন ট্রেন বদল করার আর প্রয়োজন হবে না, অন্যদিকে মসাগ্রাম থেকে লাইন পার হয়ে অন্য ট্রেন ধরার ঝুঁকিও থাকবে না।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ২ ঘণ্টা কম সময়েই হাওড়া! বাঁকুড়ার কপালে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন! দেখে নিন টাইমটেবিল