Success Story: কাতা ও কুমিতে ঝড় তুলল বাংলার মেয়ে, জাতীয় মঞ্চ কাঁপাল অঙ্কিতার লড়াই! হাতে জোড়া পদক

Last Updated:

Bankura Success Story: রাঁচিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার স্কুল এন্ড সিনিয়র ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে জোড়া পদক জয় বাংলার মেয়ের।

+
বিজয়ী

বিজয়ী ক্যারাটে ছাত্রী

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জঙ্গলমহলের মাটিতে আবারও গর্বের আলো। ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার স্কুল এন্ড সিনিয়র ক্যারাটে প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য এনে দিলেন পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের কালাপাথর গ্রামের কৃতি ছাত্রী অঙ্কিতা মুখার্জি। তবে তিনি শিখেছেন বাঁকুড়া জেলার খাতরার একটি ক্যারাটে কোচিং সেন্টারে।
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি জোড়া পদক জয় করে নিজের গ্রাম, জেলা তথা সমগ্র জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করলেন। গত ২৭ ও ২৮ ডিসেম্বর রাঁচির তানা ভগত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলা সহ বিহার, ওড়িশা, ত্রিপুরা, ছত্তিশগড়, আসাম, উত্তর প্রদেশের মতো একাধিক রাজ্য থেকে প্রায় ১৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এত বড় মাপের প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে অঙ্কিতার এই সাফল্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
advertisement
আরও পড়ুন: দিনভর মাঠে ধান কুড়িয়ে আয় মাত্র কয়েকশো টাকা, এক মুঠো ভাতের জন্য বাজি রাখেন জীবন! শেষ ভরসাও কাড়ছে মেশিন
১৬ ও ১৭ বছর বয়সী বিভাগে কাতা ইভেন্টে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করে স্বর্ণপদক জয় করেন অঙ্কিতা। পাশাপাশি মাইনাস ৪৮ কেজি কুমিতে বিভাগে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তিনি ছিনিয়ে নেন ব্রোঞ্জ পদক। একের পর এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে এই সাফল্য অর্জন করেছেন তিনি। অঙ্কিতার এই কৃতিত্বে খুশির হাওয়া কালাপাথর গ্রাম জুড়ে। তাঁর সাফল্যে গর্বিত পরিবার-পরিজন, গ্রামবাসী ও ক্রীড়াপ্রেমীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অঙ্কিতার কোচ সেনসেই অমিত কর মোদক বলেন, “অঙ্কিতার জোড়া পদক জয়লাভে আমরা সবাই সত্যিই খুব খুশি। ওর কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলই আজ এই সাফল্য। আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রী এমন বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জিতে আনবে, এই আশা রাখছি।” জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা থেকেও যে জাতীয় স্তরে সাফল্য সম্ভব, অঙ্কিতার এই জয় তারই উজ্জ্বল প্রমাণ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: কাতা ও কুমিতে ঝড় তুলল বাংলার মেয়ে, জাতীয় মঞ্চ কাঁপাল অঙ্কিতার লড়াই! হাতে জোড়া পদক
Next Article
advertisement
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
  • কংগ্রেসে ফিরলেন মৌসম নূর৷

  • দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান৷

  • 'বাংলায় পরিবর্তন চাই', বললেন মৌসম৷

VIEW MORE
advertisement
advertisement