Bankura News: হাতি তাড়ানোর সময় আচমকা হামলা! জঙ্গলের মধ্যেই বন কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেফতার ৩ গ্রামবাসী

Last Updated:

Bankura News: হাতিগুলির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিলেন বন কর্মীরা। অভিযোগ, সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালান ৪ জন গ্রামবাসী। জঙ্গলের মধ্যেই বন কর্মীদের বেধড়ক মারধর করা হয়।

বেলিয়াতোড় থানা
বেলিয়াতোড় থানা
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত বন কর্মীরা। ৭ জন বন কর্মীকে মারধরের অভিযোগ। গ্রেফতার ৩ গ্রামবাসী। রবিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড় বনাঞ্চলে হাতি তাড়ানোর সময় চারজন স্থানীয় গ্রামবাসী আচমকাই কর্তব্যরত বনকর্মীদের উপর হামলা চালায়। ৭ জন বন কর্মীকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। আহত বন কর্মীদের উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হামলাকারী এক গ্রামবাসী পালিয়ে গেলেও অপর ৩ জনকে গ্রেফতার করেছে বেলিয়াতোড় থানার পুলিশ।
চলতি বছর অগাস্ট মাসে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়ায় প্রবেশ করে প্রায় ৭০ টি হাতি। প্রায় চার মাস ধরে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে কাটানোর পর সম্প্রতি হাতির দল দফায় দফায় দলমার পথ ধরে। ইতিমধ্যেই অধিকাংশ হাতি বাঁকুড়ার বিষ্ণুপুর বনাঞ্চলে চলে গেলেও ১৩-১৬টি হাতির দল এখনও বেলিয়াতোড় বনাঞ্চলে রয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জল খাওয়ার পরেই একের পর এক অসুস্থ প্রায় ৮০ জন! ধুলিয়ানে ডায়েরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হতেই বাড়ছে আতঙ্ক
গতকাল রাতে ওই বনাঞ্চলে হাতিগুলির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিলেন বন কর্মীরা। অভিযোগ, সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালান ৪ জন গ্রামবাসী। জঙ্গলের মধ্যেই বন কর্মীদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় ৭ জন বন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
এই ঘটনার খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। হামলাকারী ৪ জন গ্রামবাসীর মধ্যে ৩ জনকে রাতেই গ্রেফতার করা হয়। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অর্পণ মন্ডল, অভিজিৎ ঘোষ এবং রাজকুমার ভুঁই। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬ (২), ১২১(১), ২২১, ১৩২/৩২৪, ৩৫১ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: হাতি তাড়ানোর সময় আচমকা হামলা! জঙ্গলের মধ্যেই বন কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেফতার ৩ গ্রামবাসী