Murshidabad News: জল খাওয়ার পরেই একের পর এক অসুস্থ প্রায় ৮০ জন! ধুলিয়ানে ডায়েরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হতেই বাড়ছে আতঙ্ক
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Murshidabad News: পৌরসভার সরবরাহ করা জল পান করে একের পর এক প্রায় ৮০ জন অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। একজনের মৃত্যুও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামানিকঃ ধুলিয়ানে ডায়েরিয়ার প্রকোপ! ডায়েরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। অভিযোগ, পৌরসভার সরবরাহ করা জল পান করে একের পর এক অসুস্থ হয়ে পড়েছেন ধুলিয়ান পৌরসভার ১১ নং ওয়ার্ডের কামাত গ্রামের প্রায় ৮০ জন।
ওই একই ওয়ার্ডে ডায়েরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পৌরসভার পক্ষ থেকে ওই ওয়ার্ডে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।
আরও পড়ুনঃ জরিমানার বদলে মিষ্টিমুখ! হেলমেটহীন চালকদের গোলাপ-চকোলেট দিল ট্রাফিক পুলিশ, ইস্টার্ন বাইপাসে উলটপুরাণ
এই বিষয়ে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলার খাইরুল ইসলাম বলেন, পৌরসভার জল থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জলের ট্রিটমেন্ট করার জন্য পিএইচই-কে জানানো হয়েছে। মেডিক্যাল টিম বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছে।
advertisement
advertisement
সব মিলিয়ে, ডায়েরিয়া আতঙ্কে কার্যত কাঁপছে ধুলিয়ান পৌরসভার ১১ নং ওয়ার্ডের কামাত গ্রামের মানুষ। পৌরসভার সরবরাহ করা জল পান করে একের পর এক প্রায় ৮০ জন অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। অসুস্থদের অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ওয়ার্ডে পৌরসভার পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছে মেডিক্যাল টিম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 15, 2025 7:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জল খাওয়ার পরেই একের পর এক অসুস্থ প্রায় ৮০ জন! ধুলিয়ানে ডায়েরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হতেই বাড়ছে আতঙ্ক








