৫০০ বছরের পুরনো বাঁকুড়ার শিবমন্দিরে রাজস্থানের কষ্টিপাথরের শিবলিঙ্গ! জড়িয়ে রয়েছে পান্ডে পরিবারের ইতিহাস, কোথায় জানুন

Last Updated:

বেনারস থেকে গরুর গাড়ি করে শিবলিঙ্গ আনা হয়েছিল বাঁকুড়ার এই গ্রামে! কষ্টিপাথরের শিবলিঙ্গ এখনও রয়েছে ঝোপ জঙ্গলের মাঝে থাকা ভগ্ন মন্দিরের ভেতর!

+
বড়জোড়ার

বড়জোড়ার অতি প্রাচীন জোড়া শিব মন্দির

বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বেনারস থেকে গরুর গাড়ি করে শিবলিঙ্গ আনা হয়েছিল বাঁকুড়ার এই গ্রামে! কষ্টিপাথরের শিবলিঙ্গ এখনও রয়েছে ঝোপ জঙ্গলের মাঝে থাকা ভগ্ন মন্দিরের ভেতর! আনুমানিক ৫০০ বছর আগেকার মন্দির এখন ভগ্ন অবস্থায় রয়েছে। পুরো মন্দির জুড়ে আগাছা পরিপূর্ণ। মন্দিরের দেওয়াল ভেদ করে বেরিয়েছে গাছ ও মন্দির চত্বর জুড়েও ঝোপ ঝাড়ে ভর্তি। এই মন্দিরের শিবলিঙ্গ থাকলেও এখন আর কেউ পুজো করতে যায় না।
বাঁকুড়ার বড়জোড়া নামোপাড়া এলাকার মানুষের দাবি ৫০০-৬০০ বছর আগে গোপাল পান্ডে নামের এক জমিদার থাকতেন এখানে, তিনি তৎকালীন যুগে এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন এবং বেনারস থেকে গরুর গাড়ি করে কষ্টিপাথরের শিব লিঙ্গ এনে এখানে স্থাপন করেছিলেন। তার সঙ্গে ছিল অষ্ট ধাতুর জনার্দন দেবের মূর্তি। এই এলাকায় সেই পরিমাণে বসতি না থাকলেও এই মন্দিরের জন্য জমজমাটি হয়ে থাকত মন্দির চত্বর। দু’বেলা পুজো ও বিতরণ করা হত অন্ন প্রসাদ।
advertisement
advertisement
বেশ পুজো অর্চনা হত বাঁকুড়ার এই মন্দিরে নিয়ম করে। ভক্তরাও আসত এখানে। হঠাৎ একদিন মন্দিরে থাকা অষ্টধাতুর জনার্দনের মূর্তি চুরি হয়ে যায় আর সেই থেকেই পুজো অর্চনা বন্ধ হয়ে যায় এই মন্দিরে। পান্ডে পরিবারের লোকজন পুনরায় পুজোর আয়োজন শুরু করার চিন্তা ভাবনা করে, তবে তা আর হয়ে ওঠেনি। এখন বড়জোড়ার এই পান্ডে পরিবারের বংশধররা থাকলেও মন্দির আর নতুন করে গড়ে ওঠেনি এবং পুজোও আর হয় না। নিয়ম করে ষষ্ঠী পুজোর সময় এই মন্দিরের সামনে শুধুমাত্র ষষ্ঠী পুজোটাই হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়জোড়া চৌমাথা থেকে পখন্না রাস্তার ধারে নামোপাড়া গেলেই দেখতে পাবেন বিশাল বড় গাছ এবং চারিপাশ ঝোপ ছাড়ে ভর্তি। সেখানেই লুকিয়ে রয়েছে জোড়া শিব মন্দির, একটু ভাল করে দেখলেই দেখতে পাবেন। ভগ্ন অবস্থায় রয়েছে পাশাপাশি দুটি মন্দির এবং এই মন্দিরের ভেতরেই বিশাল আকারের শিবলিঙ্গ রয়েছে। ছেড়ে ছেড়ে পড়ছে মন্দিরের দেওয়াল, মন্দিরের গায়ে টেরাকোটার কাজ। এখন আর স্পষ্ট দেখা যাবে না। মন্দির ভেদ করে বেরিয়েছে বিশাল আকারের গাছ। মন্দির চত্বর আগাছায় ভর্তি। পাণ্ডে পরিবারের সদস্যরা এখন সরকারের কাছে এই মন্দিরটি সংস্কারের দাবি জানাচ্ছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫০০ বছরের পুরনো বাঁকুড়ার শিবমন্দিরে রাজস্থানের কষ্টিপাথরের শিবলিঙ্গ! জড়িয়ে রয়েছে পান্ডে পরিবারের ইতিহাস, কোথায় জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement