Bangladeshi woman takes life risk to marry Indian man: প্রেমের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা, এক ঘণ্টা নদী সাঁতরে ভারতে এলেন বাংলাদেশের তরুণী

Last Updated:

প্রেমের জন্য তাঁর এই জীবন পণ করার গল্পই কাল হল! শেষ পর্যন্ত সোমবার বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে কৃষ্ণা মণ্ডল নামে ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷

ধৃত সেই বাংলাদেশী তরুণী৷
ধৃত সেই বাংলাদেশী তরুণী৷
#অর্পণ মণ্ডল, নরেন্দ্রপুর: জলে কুমির, ডাঙায় বাঘ৷ কিন্তু নদীর ওপারে যে রয়েছেন প্রেমিক৷ তাই বাঘ-কুমিেরর ভয়েও পিছিয়ে যাননি বাংলাদেশের তরুণী৷ এপার বাংলায় থাকা প্রেমিককে বিয়ে করতে এক ঘণ্টা ধরে মাতলা নদী সাঁতরে ভারতে এসেছিলেন৷ কালীঘাটে গিয়ে বিয়ে করে ভালবাসার মানুষকে জীবনসঙ্গী করে সংসারও বেঁধেছিলেন৷
কিন্তু প্রেমের জন্য তাঁর এই জীবন পণ করার গল্পই কাল হল! শেষ পর্যন্ত সোমবার বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে কৃষ্ণা মণ্ডল নামে ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা অভীক মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশের বাসিন্দা কৃষ্ণার৷ সেই আলাপ প্রেমে পরিণত হয়৷ অভীককেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন কৃষ্ণা৷ কিন্তু ভারতে আসার জন্য পাসপোর্ট বা ভিসা ছিল না তাঁর কাছে৷
advertisement
শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবনের জঙ্গল ঘেরা পথে নদী পেরিয়ে এপার বাংলার দক্ষিণ চব্বিশ পরগণায় ঢোকার পরিকল্পনা করেন ওই তরুণী৷ দিন কয়েক আগে বিপদে ভরা জঙ্গল পথ পেরিয়ে নেমে পড়েন মাতলা নদীতে৷ যে নদীতে যখন তখন বাঘ- কুমিরের মুখে পড়ার আশঙ্কা৷ কিন্তু সেই সব বিপদের তোয়াক্কা না করেই এক ঘণ্টা ধরে নদী সাঁতরে এ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কৈখালীতে ঢুকে পড়েন কৃষ্ণা৷ সেখান থেকে তাঁকে গাড়িতে করে নিয়ে আসেন প্রেমিক৷ প্রেমিকের সঙ্গে দেখা করে কালীঘাট মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন দু' জনে৷ পুলিশ সূত্রে খবর, চার দিন আগে ভারতে ঢুকেছিলেন কৃষ্ণা৷
advertisement
বিয়ের পর সুখেই সংসার করছিলেন দু' জনে৷ কিন্তু প্রেমের জন্য কৃষ্ণার এই সাহসিকতার কাহিনিই লোকমুখে ছড়িয়ে পড়ে৷ তরুণীর নদী পেরিয়ে ভারতে ঢোকার এই গল্প পুলিশের কানে পৌঁছতেও দেরি হয়নি৷ এর পরই সোমবার রানিয়া এলাকায় হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ৷ বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় কৃষ্ণাকে৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladeshi woman takes life risk to marry Indian man: প্রেমের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা, এক ঘণ্টা নদী সাঁতরে ভারতে এলেন বাংলাদেশের তরুণী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement