#অর্পণ মণ্ডল, নরেন্দ্রপুর: জলে কুমির, ডাঙায় বাঘ৷ কিন্তু নদীর ওপারে যে রয়েছেন প্রেমিক৷ তাই বাঘ-কুমিেরর ভয়েও পিছিয়ে যাননি বাংলাদেশের তরুণী৷ এপার বাংলায় থাকা প্রেমিককে বিয়ে করতে এক ঘণ্টা ধরে মাতলা নদী সাঁতরে ভারতে এসেছিলেন৷ কালীঘাটে গিয়ে বিয়ে করে ভালবাসার মানুষকে জীবনসঙ্গী করে সংসারও বেঁধেছিলেন৷
কিন্তু প্রেমের জন্য তাঁর এই জীবন পণ করার গল্পই কাল হল! শেষ পর্যন্ত সোমবার বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে কৃষ্ণা মণ্ডল নামে ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷
আরও পড়ুন: জেলে বসেই তৃণমূল বিধায়ককে খুনের ছক? চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত
পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা অভীক মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশের বাসিন্দা কৃষ্ণার৷ সেই আলাপ প্রেমে পরিণত হয়৷ অভীককেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন কৃষ্ণা৷ কিন্তু ভারতে আসার জন্য পাসপোর্ট বা ভিসা ছিল না তাঁর কাছে৷
আরও পড়ুন: গাছের মধ্যে ঢুকে গেল আস্ত বাস, মুহূর্তে রক্তে লাল চারদিক, বাংলাদেশে মৃত্যুমিছিল
শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবনের জঙ্গল ঘেরা পথে নদী পেরিয়ে এপার বাংলার দক্ষিণ চব্বিশ পরগণায় ঢোকার পরিকল্পনা করেন ওই তরুণী৷ দিন কয়েক আগে বিপদে ভরা জঙ্গল পথ পেরিয়ে নেমে পড়েন মাতলা নদীতে৷ যে নদীতে যখন তখন বাঘ- কুমিরের মুখে পড়ার আশঙ্কা৷ কিন্তু সেই সব বিপদের তোয়াক্কা না করেই এক ঘণ্টা ধরে নদী সাঁতরে এ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কৈখালীতে ঢুকে পড়েন কৃষ্ণা৷ সেখান থেকে তাঁকে গাড়িতে করে নিয়ে আসেন প্রেমিক৷ প্রেমিকের সঙ্গে দেখা করে কালীঘাট মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন দু' জনে৷ পুলিশ সূত্রে খবর, চার দিন আগে ভারতে ঢুকেছিলেন কৃষ্ণা৷
বিয়ের পর সুখেই সংসার করছিলেন দু' জনে৷ কিন্তু প্রেমের জন্য কৃষ্ণার এই সাহসিকতার কাহিনিই লোকমুখে ছড়িয়ে পড়ে৷ তরুণীর নদী পেরিয়ে ভারতে ঢোকার এই গল্প পুলিশের কানে পৌঁছতেও দেরি হয়নি৷ এর পরই সোমবার রানিয়া এলাকায় হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ৷ বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় কৃষ্ণাকে৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Sunderban