TMC mla murder conspiracy: জেলে বসেই তৃণমূল বিধায়ককে খুনের ছক? চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগেই চিরণ জামিনে মুক্তি পেয়েছে। জেলে থাকাকালীনই চিরণ ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের ছক কষে বলে অভিযোগ৷
#অনুপ বিশ্বাস, ক্যানিং: খোদ বিধায়ককে খুনের পরিকল্পনা৷ এই অভিযোগেই খুনের চক্রান্তকারীকে গ্রেফতার করল পুলিশ৷ সূত্রের খবর, জেল থেকেই বিধায়ককে খুনের ছক কষেছিল অভিযুক্তরা৷
গত ১৮ মে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে৷ এর পরই তদন্তে নামে পুলিশ৷ বিধায়ককে খুনের ছক কষার অভিযোগে চিরণ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিককে খুনের অভিযোগ ওঠে এই চিরণ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত চিরন সহ মোট চারজনকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। জেল হয় চিরণের। জেলে থাকাকালীনই বিধায়ক পরেশ রাম দাসকে খুনের পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর।
কিছুদিন আগেই চিরণ জামিনে মুক্তি পেয়েছে। জেলে থাকাকালীনই চিরণ ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের ছক কষে বলে অভিযোগ৷ জামিনে মুক্ত হওয়ার পর মণিরুল নামে বাসন্তীর এক যুবককে সঙ্গী করে সে৷ কয়েকদিন আগে মণিরুল নামে েসই যুবকই বিধায়ক পরেশ রাম দাসকে ফোন করে খুনের পরিকল্পনার কথা জানিয়ে দেন৷ এর পরই পুলিশের দ্বারস্থ হন বিধায়ক৷
advertisement
বারুইপুর পুলিশ জেলার এসপি, ক্যানিং থানা সহ অন্যান্য আধিকারিকদের কাছে অভিযোগ জানান বিধায়ক। পরেশ রাম দাসের দাবি, অভিযুক্তরা বিজেপি আশ্রিত।
যদিও এই ঘটনায় বিজেপি নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি করেছেন রাজ্য বিজেপি-র সদস্য সুনীপ দাস। সোমবার ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে নরেন্দ্রপুর থেকে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদার ওরফে চিরণকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 9:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC mla murder conspiracy: জেলে বসেই তৃণমূল বিধায়ককে খুনের ছক? চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত