TMC mla murder conspiracy: জেলে বসেই তৃণমূল বিধায়ককে খুনের ছক? চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত

Last Updated:

কিছুদিন আগেই চিরণ জামিনে মুক্তি পেয়েছে। জেলে থাকাকালীনই চিরণ ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের ছক কষে বলে অভিযোগ৷

বিধায়ক পরেশ দাস৷
বিধায়ক পরেশ দাস৷
#অনুপ বিশ্বাস, ক্যানিং: খোদ বিধায়ককে খুনের পরিকল্পনা৷ এই অভিযোগেই খুনের চক্রান্তকারীকে গ্রেফতার করল পুলিশ৷ সূত্রের খবর, জেল থেকেই বিধায়ককে খুনের ছক কষেছিল অভিযুক্তরা৷
গত ১৮ মে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে৷ এর পরই তদন্তে নামে পুলিশ৷ বিধায়ককে খুনের ছক কষার অভিযোগে চিরণ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিককে খুনের অভিযোগ ওঠে এই চিরণ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত চিরন সহ মোট চারজনকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। জেল হয় চিরণের। জেলে থাকাকালীনই বিধায়ক পরেশ রাম দাসকে খুনের পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর।
কিছুদিন আগেই চিরণ জামিনে মুক্তি পেয়েছে। জেলে থাকাকালীনই চিরণ ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের ছক কষে বলে অভিযোগ৷ জামিনে মুক্ত হওয়ার পর মণিরুল নামে বাসন্তীর এক যুবককে সঙ্গী করে সে৷ কয়েকদিন আগে মণিরুল নামে েসই যুবকই বিধায়ক পরেশ রাম দাসকে ফোন করে খুনের পরিকল্পনার কথা জানিয়ে দেন৷ এর পরই পুলিশের দ্বারস্থ হন বিধায়ক৷
advertisement
বারুইপুর পুলিশ জেলার এসপি, ক্যানিং থানা সহ অন্যান্য আধিকারিকদের কাছে অভিযোগ জানান বিধায়ক। পরেশ রাম দাসের দাবি, অভিযুক্তরা বিজেপি আশ্রিত।
যদিও এই ঘটনায় বিজেপি নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি করেছেন রাজ্য বিজেপি-র সদস্য সুনীপ দাস। সোমবার ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে নরেন্দ্রপুর থেকে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদার ওরফে চিরণকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC mla murder conspiracy: জেলে বসেই তৃণমূল বিধায়ককে খুনের ছক? চাঞ্চল্যকর অভিযোগ, গ্রেফতার মূল অভিযুক্ত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement