Kasba Kolkata: কচিকাঁচাদের দল ছুটে গেল পাম্পহাউজে বল কুড়োতে, যা দেখল, আঁতকে উঠবেন...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কসবা থানার অধীনে পরিত্যক্ত একটি পাম্প হাউজ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়
#কলকাতা: কচিকাঁচাদের দল ছুটে গেল পাম্পহাউজে বল কুড়োতে, যা দেখল, আঁতকে উঠবেন...! কসবা থানার অধীনে পরিত্যক্ত একটি পাম্প হাউজ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ব্যক্তির। পুলিশ সূত্রে জানা যায়, কিছু বাচ্চা রাস্তায় বল নিয়ে খেলছিল। বলটি পাম্প হাউজে গিয়ে পড়লে বাচ্চারা সেখানে ছুটে যায় বলটি নিতে। বল কুড়োতে গেলে গেলে বাচ্চারা মৃতদেহ দেখতে পায়। ঘটনাস্থলে ছুটে আসে কসবা থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, গতকালই কসবায় মৃত্যু হয় এক তরুণীর। শনিবার মধ্যরাতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ১৮ বছরের তরুণী সরস্বতী দাসের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন সরস্বতী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সরস্বতী দক্ষিণ কলকাতার কসবায় একটি আবাসনে মা মাসী এবং দিদিমার সঙ্গে থাকতেন। আয়ার কাজ করতেন মা এবং মাসী দুজনেই। শনিবার তাদের দুজনেরই নাইট ডিউটি ছিল। বাড়িতে দিদিমার সঙ্গেই ছিলেন সরস্বতী। রাতে খাওয়াদাওয়া করে শুয়ে পড়েন দুজনেই। অন্যান্য রাতের মতোই শুয়ে কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন সরস্বতী। সম্ভবত একটু উত্তেজিত হয়ে কথাও বলছিলেন, দাবি তার দিদার। তবে মাঝেমধ্যেই এরকম হয় বলে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ভেবে ঘুমিয়ে পড়েন বৃদ্ধা দিদিমা। রাতে ঘুম ভাঙলে তাকে পাশে না দেখতে পেয়ে পাশের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সরস্বতীর দিদিমা। ফাঁস কেটে কোনোরকমে তাকে নামাতে পারলেও, বাকিরা যখন আসেন, ততক্ষণে নিথর হয়ে গিয়েছে সরস্বতীর দেহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 2:02 PM IST