Bangladesh MP Died in Kolkata: কলকাতায় এসে নিউটাউনে ফ্ল্যাটে 'খুন' বাংলাদেশের সাংসদ! ভয়াবহ ঘটনা, রহস্য মোড়া নীল গাড়ি

Last Updated:

Bangladesh MP Died in Kolkata: কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, নিউটাউনের আবাসনে খুনের তদন্তে গোয়েন্দারা।

নিকট সাংসদ 
নিকট সাংসদ 
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের সাংসদ খুন হলেন কলকাতা নিউটাউনে! চিকিৎসা করাতে কলকাতায় এসে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের তিনবারের জয়ী সাংসদ আনোয়ার উল আজিম। জানা যাচ্ছে চলতি মাসের ১২ তারিখ কলকাতায় এসে বরানগর এলাকার সিঁথির বাসিন্দা গোপাল বিশ্বাসের নিউটাউনের ফ্ল্যাটে ওঠেন তিনি। ১৩ মে ওই বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে বাড়ি থেকে বেরোলেও তারপর থেকে আর কোনও ভাবে খোঁজ পাওয়া যায়নি তাঁর।
একজন মহিলা সঙ্গী ও তিন জনকে নিয়ে এসে নিউটাউনের ওই বিলাস বহুল আবাসনে (সঞ্জীবা গার্ডেনস) ছিলেন তিনি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যেই ফ্ল্যাটটিতে খুন হন সেই ফ্ল্যাটটি একজন এক্সাইড ডিপার্টমেন্টের অফিসারের বলেও জানা যাচ্ছে। সেখানেই খুন করা হয় তাঁকে, এমনই অভিযোগ। বাংলাদেশের আওয়ামী লীগের ওই সাংসদ চিকিৎসার (স্নায়ুরোগ) জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন।
advertisement
১৩ তারিখের পর থেকে সাংসদের পরিবার আর তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত। যদিও, সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন। পরিচিত গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরেও তদন্ত শুরু করে পুলিশ। ৫ দিন ধরে খোঁজ না মেলায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও শুরু করে তদন্ত। ভারতের সঙ্গে যোগাযোগ করেন তারা।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে এখনও কোনও মুখ খোলা হয়নি প্রশাসনের তরফে। ফোনে রিং হয়ে গেলেও ফোন রিসিভ করছিল না কেউই। একটি নীল গাড়ি করে তারা বেরিয়ে ছিলেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। এরপরই গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে। এরপরই আইবি থেকে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা দল তদন্তে নামে। এদিন ঘটনার কথা প্রকাশে আসে।
advertisement
এই মুহূর্তে ওই আবাসনে সেন্ট্রাল আই বি, এসটিএফ-এর আধিকারিকরা থেকে শুরু করে ব্যারাকপুর ও বিধান নগর পুলিশ কমিশনারের বিশেষ তদন্তকারী দল রয়েছে। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা কারা সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সে বিষয়টিও নজর রাখা হচ্ছে। যে ফ্ল্যাটের মধ্যে ছিল সেখানে তল্লাশি চালাচ্ছে। বেশ কয়েকজন সঙ্গী থাকলেও ঘটনার পর থেকে তারা পলাতক বলেও জানা যাচ্ছে। তবে কি পরিকল্পনা করে ডেকে এনে খুন করা হয়েছে সাংসদকে! কি ঘটেছিল সে বিষয়ে নিশ্চিত হতেই এখন তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা।
advertisement
—– Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh MP Died in Kolkata: কলকাতায় এসে নিউটাউনে ফ্ল্যাটে 'খুন' বাংলাদেশের সাংসদ! ভয়াবহ ঘটনা, রহস্য মোড়া নীল গাড়ি
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement