Pune Porsche accident: ৯০ মিনিটে পানশালায় ৪৮ হাজার টাকা উড়িয়ে দু জনকে গাড়ি চাপা! শাস্তি পাবে পুণের নাবালক? সিদ্ধান্ত আজ

Last Updated:

গত রবিবার পুণেতে এই ঘটনা ঘটে৷ মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে একটি মোটরবাইকে সজোরে ধাক্কা মারে ওই নাবালক৷ এই ঘটনায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত দুই তরুণ-তরুণীরই মৃত্যু হয়৷

এই পোর্সে গাড়ি নিয়েই দুর্ঘটনা ঘটায় ওই নাবালক৷
এই পোর্সে গাড়ি নিয়েই দুর্ঘটনা ঘটায় ওই নাবালক৷
পুণে: বয়স ১৭৷ সেই কারণেই মত্ত অবস্থায় বিলাসবহুল গাড়ি নিয়ে দু জন তরুণ-তরুণীকে চাপা দিয়ে হত্যা করা সত্ত্বেও অভিযুক্ত পুণের নাবালক জামিন পেয়ে গিয়েছে৷ আর এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ আর এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷
গত রবিবার পুণেতে এই ঘটনা ঘটে৷ মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে একটি মোটরবাইকে সজোরে ধাক্কা মারে ওই নাবালক৷ এই ঘটনায় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়৷ অনীশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তা নামে মধ্যপ্রদেশের বাসিন্দা মৃত দুজনেরই বয়স মাত্র ২৪ বছর, তাঁরা ইঞ্জিনিয়ার হিসেবে পুণেতে কর্মরত ছিলেন৷ অভিযোগ, দুর্ঘটনার সময় ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিতে চলছিল ওই পোর্সে গাড়িটি৷ কিন্তু নাবালক হওয়ায় আদালত থেকে জামিন পেয়ে যায় ওই অভিযুক্ত৷
advertisement
আরও পড়ুন: 
advertisement
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এই কাণ্ড ঘটানোর আগে পুণের দুটি পানশালায় যায় ওই নাবালক৷ তার মধ্যে একটি পানশালায় মাত্র ৯০ মিনিটে ৪৮ হাজার টাকা খরচ করে সে৷ দুর্ঘটনা ঘটানোর কয়েক ঘণ্টা আগেই ওই পানশালায় ছিল এই নাবালক৷ সে যে দুটি পানশালাতে বসেই মদ্যপান করেছিল, সিসিটিভি ফুটেজেই তা ধরা পড়েছে৷ নাবালককে কেন মদ বিক্রি করা হয়েছিল, পুণের ওই দুই পানশালার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্তও শুরু করেছে প্রশাসন৷ দুটি পানশালাই আপাতত সিল করে দেওয়া হয়েছে৷
advertisement
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টা থেকে ১টার মধ্যে ওই দুটি পানশালায় বন্ধুদের নিয়ে মত্ত ছিল ওই নাবালক৷ এর মধ্যে দ্বিতীয় পানশালাটিতে ৪৮ হাজার টাকার বিল মেটায় সে৷ এর পরেই মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে অভিযুক্ত৷
দুর্ঘটনার আগে পানশালায় বন্ধুদের নিয়ে ফূর্তি
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এই কাণ্ড ঘটানোর আগে পুণের দুটি পানশালায় যায় ওই নাবালক৷ তার মধ্যে একটি পানশালায় মাত্র ৯০ মিনিটে ৪৮ হাজার টাকা খরচ করে সে৷ দুর্ঘটনা ঘটানোর কয়েক ঘণ্টা আগেই ওই পানশালায় ছিল এই নাবালক৷ সে যে দুটি পানশালাতে বসেই মদ্যপান করেছিল, সিসিটিভি ফুটেজেই তা ধরা পড়েছে৷ নাবালককে কেন মদ বিক্রি করা হয়েছিল, পুণের ওই দুই পানশালার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্তও শুরু করেছে প্রশাসন৷ দুটি পানশালাই আপাতত সিল করে দেওয়া হয়েছে৷
advertisement
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টা থেকে ১টার মধ্যে ওই দুটি পানশালায় বন্ধুদের নিয়ে মত্ত ছিল ওই নাবালক৷ এর মধ্যে দ্বিতীয় পানশালাটিতে ৪৮ হাজার টাকার বিল মেটায় সে৷ এর পরেই মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে অভিযুক্ত৷
নাবালক বলেই কেন ছাড়, দেশজুড়ে সমালোচনা
এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটানো সত্ত্বেও শুধুমাত্র নাবালক বলে ওই অভিযুক্তকে গ্রেফতারির দিনই জামিন দিয়ে দেয় জুভেনাইল জাস্টিস বোর্ড৷ শাস্তি হিসেবে তাকে পথ দুর্ঘটনা নিয়ে রচনা লিখতে নির্দেশ দেন বিচারক৷ জুভেনাইল জাস্টিস বোর্ডের এই অবাক করা সিদ্ধান্তে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে৷ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ওই নাবালককে প্রাপ্তবয়স্ক অপরাধীর মতোই গণ্য করা হয়, তার হয়ে সওয়াল করতে শুরু করেন৷ এর পরই পুণে পুলিশের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে ওই নাবালককে প্রাপ্তবয়স্ক অপরাধীর মতোই বিচার প্রক্রিয়ায় ফেলার অনুমতি চেয়ে আবেদন করা হয়৷ পুণে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজই নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে জুভেনাইল জাস্টিস বোর্ড৷
advertisement
তবে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে ওই নাবালকের বাবা বিশাল আগরওয়াল এবং যে পানশালা দুটিতে সে মদ্যপান করেছিল, সেখানকার চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ মহারাষ্ট্রের পরিবহণ দফতর অবশ্য জানিয়েছে, ওই নাবালক ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাবে না৷ আরও জানা গিয়েছে, যে বিলাসবহুল পোর্সে গাড়িটি নিয়ে ওই নাবালক এই দুর্ঘটনা ঘটায়, মাত্র ১১৭৫ টাকা জমা না দেওয়ায় গত মার্চ মাস থেকে সেটির রেজিস্ট্রেশন বকেয়া ছিল৷ এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ছেলে এই কাণ্ড ঘটানোর পরই পুলিশকে বিভ্রান্ত করে পালানোর চেষ্টা করেছিলেন ওই নাবালকের বাবা পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pune Porsche accident: ৯০ মিনিটে পানশালায় ৪৮ হাজার টাকা উড়িয়ে দু জনকে গাড়ি চাপা! শাস্তি পাবে পুণের নাবালক? সিদ্ধান্ত আজ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement