হাতের মুঠোয় দুই দেশের ভোটার কার্ড, সুযোগ পেলেই বাংলাদেশ থেকে ছুটে আসেন ভারতে! আসল উদ্দেশ্য কী জানেন?

Last Updated:

একই ব্যক্তি দুই দেশে ভোটার লিস্টে নাম। এমন ঘটনা বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় সামনে আসছে। তবে এবার যে ঘটনা সামনে এল তার পিছনে রয়েছে অন্য কারণ।

ভোটার তালিকা
ভোটার তালিকা
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: একই ব্যক্তি দুই দেশে ভোটার লিস্টে নাম। এমন ঘটনা বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় সামনে আসছে। তবে এবার যে ঘটনা সামনে এল তার পিছনে রয়েছে অন্য কারণ। আসলে যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি জমি কিনে জমি বাঁচানোর জন্যই ভোটার লিস্টে নাম তুলেছেন, এমনই দাবি রবীন্দ্রনাথ কীর্তনীয়া ভাইয়ের বউয়ের। আর এই ঘটনায় কীভাবে ভোটার লিস্টে নাম উঠল তা নিয়ে রাজনৈতিক তরজা, মহাকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের।
একই ব্যক্তি দুইদেশে ভোটার লিস্টে নাম। রবীন্দ্রনাথ কীর্তনীয়া বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা, তার কাছে রয়েছে বাংলাদেশ সরকার জাতীয় পরিচয় পত্র, নম্বর ১৯৩৩২১০৮৩১। আবার তারই ভারতীয় পরিচয় পত্রের এপিক নম্বর TYK2779858। একই ব্যক্তির দুই দেশে কীভাবে ভোটার লিস্টে নাম উঠল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঝেসাজে তিনি মধ্যমগ্রাম বিধানসভার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের ৫০ নম্বর বুথে তিনি আসেন। জমিও কিনেছেন সেই জমি বাঁচাতেই এদেশে ভোটার লিস্টে নাম তুলেছেন বলে রবীন্দ্রনাথ কীর্তনীয়ার ভাইয়ের বউয়ের দাবি।
advertisement
advertisement
কিন্তু কীভাবে ভোটার লিস্টে নাম উঠেছে রবীন্দ্রনাথ কীর্তনীয়ার ভাইয়ের বউ জানেন না। এলাকার এক বাসিন্দার দাবি, তিনি নেতাজি পল্লী এলাকায় মাঝেসাজে থাকলেও নাম তুলেছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার ১৪০ নম্বর বুথে।
advertisement
কীভাবে বাংলাদেশী ব্যক্তির ভারতীয় পরিচয় পত্র পেল? কারা সাহায্য করল? কীভাবে তিনি ভারতীয় ভোটার আইডি কার্ড তুলে জমি কিনলেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের ব্যক্তির ভোটার কার্ডে নাম তোলা নিয়ে রাজনৈতিকতা তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি এই ধরনের ব্যক্তিদের তুলে এনে ভারতীয় ভোটার লিস্টে নাম তুলে রাজনৈতিক ফায়দা নিত শাসক দল। তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিজেপি একটি সম্প্রদয়কে নিয়ে রাজনীতি করছে, অবৈধভাবে কেউই দুই দেশের বাসিন্দা হতে পারেন না। কোনও সুযোগ সুবিধা নিতে পারেন না নির্বাচন কমিশন ও বিএসএফ বিজেপির অধীনে এই সমস্ত ভোটারদের ফায়দা নিত বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতের মুঠোয় দুই দেশের ভোটার কার্ড, সুযোগ পেলেই বাংলাদেশ থেকে ছুটে আসেন ভারতে! আসল উদ্দেশ্য কী জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement