Bangla Video: হাওড়ার এই আশ্রম অনাথ মেয়েদের জীবন গড়ার ঠিকানা হয়ে উঠেছে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bangla Video: সন্ন্যাসিনী দেবদত্তা নন্দময়ী ২০০০ সাল থেকে এই আশ্রম চালাচ্ছেন। ২০০১ সালে বন্যা কবলিত দক্ষিণ ২৪ পরগনার ৭ জন অসহায় মহিলা নিয়ে শুরু হয়েছিল হাওড়ায় এই আশ্রম
হাওড়া: মহিলা শিক্ষার প্রসারে অনন্য ভূমিকায় হাওড়ার প্রণব কন্যা সংঘ আশ্রম। হাওড়া জেলা সহ সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের দুস্থ পরিবারের মেয়েরা সুশিক্ষিত হচ্ছে এই আশ্রমের হাত ধরে। দুঃস্থ পরিবারের মেয়েদের দেখভাল তথা শিক্ষার প্রসারের জন্য ২০০০ সালে হাওড়া শহরে প্রতিষ্ঠা হয় এই আশ্রম।
সন্ন্যাসিনী দেবদত্তা নন্দময়ী ২০০০ সাল থেকে এই আশ্রম চালাচ্ছেন। ২০০১ সালে বন্যা কবলিত দক্ষিণ ২৪ পরগনার ৭ জন অসহায় মহিলা নিয়ে শুরু হয়েছিল হাওড়ায় এই আশ্রম। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া সহ বিভিন্ন জেলার প্রায় ২৫ জন পড়ুয়া রয়েছে এখানে। এখানে অনাথ ও পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও থাকার সুবন্দোবস্ত আছে। তৃতীয় শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এই আশ্রমে। এখানে থেকেই হাওড়া গার্লস স্কুলে হয় লেখাপড়া।
advertisement
আরও পড়ুন: রাখি তৈরি বদলে দিয়েছে এই গ্রামের অর্থনীতি
advertisement
এখানে ভর্তির ক্ষেত্রে কিছু নির্ণায়ক বিষয় আছে বলে জানিয়েছেন প্রণব কন্যা সংঘ আশ্রমের মাতাজী সন্ন্যাসিনী দেবদত্তা নন্দময়ী। মেয়েদের আর্থিক অবস্থা, নিরাপত্তা, অনাথ হলে প্রকৃত অনাথ কিনা, পড়াশোনায় মেয়েটা কতটা আগ্রহী এই সব দিক বিবেচনা করে তারপর ভর্তি নেওয়া হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার পর মেয়েদের নির্বাচন করা হয়। ৩ বছর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েরা এই আশ্রমে থাকে। পরবর্তীকালে অনেকের বিয়ে হয়, অনেকে আবার উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হয়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 10:48 AM IST